বিশ্ব অ্যাথলেটিক্সে পারুল চৌধরি। ছবি: ভিডিয়ো থেকে।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিততে না পারলেও প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন ভারতের পারুল চৌধরি। স্টিপলচেজ়ে জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। ৩০০০ মিটারের প্রতিযোগিতা ৯ মিনিট ১৫.৩১ সেকেন্ডে শেষ করেছেন পারুল। একাদশ স্থানে শেষ করেছেন ভারতীয় অ্যাথলিট।
ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে ৩০০০ মিটার স্টিপলচেজ়ের ফাইনালে উঠে আগেই নজির গড়েছিলেন পারুল। ফাইনালে উঠতে পারুল সময় নিয়েছিলেন ৯ মিনিট ২৪.২৯ সেকেন্ড। অর্থাৎ, ফাইনালে আরও ১০ সেকেন্ড কম সময় নিয়েছেন পারুল।
উত্তরপ্রদেশের মিরাটের কাছে ইকলাউটা নামের এক গ্রামে খুবই নিম্নবিত্ত পরিবারে জন্ম পারুলের। ছোট থেকেই ভাল দৌড়তে পারতেন। কিন্তু প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায় নজর কাড়া মোটেই সহজ ছিল না। সেটাই করে দেখিয়েছেন ২৮ বছর বয়সি এই অ্যাথলিট। বিশ্ব অ্যাথলেটিক্সে স্টিপলচেজ়ে ভারতের একমাত্র প্রতিযোগী ছিলেন পারুল। কারণ, কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অবিনাশ সাওলে ৫০০০ মিটারের ফাইনালে উঠতে পারেননি।
বিশ্ব অ্যাথলেটিক্সে পদক জিততে ব্যর্থ হলেও সামনে অলিম্পিক্স রয়েছে। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করতে চাইছেন পারুল। মীরাটের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা পারুল স্বপ্ন দেখাচ্ছেন ভারতের মেয়েদের। তিনি চান অলিম্পিক্সে সফল হতে। আপাতত সেই লক্ষ্যেই এগোবেন বলে জানিয়েছেন তিনি।