PV Sindhu

মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে সিন্ধু, চোটের জন্য ম্যাচ ছেড়ে দিলেন ইয়ামাগুচি

২০২১ সালের ইন্দোনেশিয়া ওপেনের পর আবার কোনও সুপার ১০০০ সিরিজ়ের শেষ চারে পিভি সিন্ধু। প্রতিপক্ষ আকনে ইয়ামাগুচির চোট পাওয়ায় সুবিধা পেলেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৫:০৭
Share:

পিভি সিন্ধু। —ফাইল চিত্র।

মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে উঠলেন পিভি সিন্ধু। ২০২১ সালের ইন্দোনেশিয়া ওপেনের পর আবার কোনও সুপার ১০০০ সিরিজ়ের শেষ চারে দু’বারের অলিম্পিক্স পদকজয়ী। তবে কোয়ার্টার ফাইনালে ওয়াক ওভার পেয়েছেন ভারতের ব্যাডমিন্টন তারকা।

Advertisement

কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন জাপানের আকনে ইয়ামাগুচি। তিন বারের বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে কঠিন লড়াই ছিল সিন্ধুর। তবে চোটের জন্য পুরো ম্যাচ খেলতেই পারলেন না বিশ্বের তিন নম্বর ইয়ামাগুচি। প্রথম সেট ২১-১১ ব্যবধানে সহজে জিতে নেন সিন্ধু। প্রতিপক্ষের চোট বাড়তি সুবিধা দেয় ভারতীয় তারকাকে। দ্বিতীয় সেট খেলতে কোর্টে নামতে পারেননি জাপানের খেলোয়াড়। ফলে ওয়াক ওভার পেয়ে শেষ চারে পৌঁছলেন বিশ্বের ১৮ নম্বর সিন্ধু।

বছরের শুরুতে সিন্ধু অবশ্য ভাল ফর্মেই রয়েছেন। প্রিকোয়ার্টার ফাইনাল পর্যন্ত সহজ জয় পেয়েছেন তিনি। পুরো ম্যাচ হলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা ছিল। সেই উত্তেজনা থেকে বঞ্চিত হলেন ক্রীড়াপ্রেমীরা। সেমিফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ চিনের ওয়াং ঝি ই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement