ক্লাসিকোতেই হয়তো মেসি

তিনি চোট পেয়ে ছিটকে যাওয়ায় শনিবার লা লিগা ম্যাচ জয়ের স্বাদও তেতো হয়ে গিয়েছিল বার্সেলোনার। নেইমার, লুইস সুয়ারেজ থেকে বার্সার প্রায় সব সতীর্থই সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে ‘দ্রুত মাঠে ফিরে এস’ জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। লিগামেন্ট ছিঁড়ে এল ক্লাসিকোতেও নামা যাঁর এখন অনিশ্চিত। তবে তাঁর মাঠে না থাকাটা নাকি অন্য ভাবে প্রেরণা দিচ্ছে বার্সেলোনাকে। তিনি— লিওনেল মেসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৮
Share:

তিনি চোট পেয়ে ছিটকে যাওয়ায় শনিবার লা লিগা ম্যাচ জয়ের স্বাদও তেতো হয়ে গিয়েছিল বার্সেলোনার। নেইমার, লুইস সুয়ারেজ থেকে বার্সার প্রায় সব সতীর্থই সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে ‘দ্রুত মাঠে ফিরে এস’ জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। লিগামেন্ট ছিঁড়ে এল ক্লাসিকোতেও নামা যাঁর এখন অনিশ্চিত। তবে তাঁর মাঠে না থাকাটা নাকি অন্য ভাবে প্রেরণা দিচ্ছে বার্সেলোনাকে। তিনি— লিওনেল মেসি।

Advertisement

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে ঘরের মাঠে লড়াইয়ের আগে সাংবাদিক সম্মেলনে এমনটাই বলছেন বার্সার মিডফিল্ডার ইভান রাকিটিচ। তিনি বলেন, ‘‘বিশ্বের সেরা ফুটবলারের থাকাটা দলে প্রভাব ফেলবে তো বটেই। তবে আমাদের ব্যাপারটা অনুপ্রেরণাও দিচ্ছে। আমাদের আরও ভাল খেলতে হবে। নিজেদের উপর ভরসা রয়েছে।’’

তবে আশার আলোও কিন্তু আছে। যেটা দেখাচ্ছেন আর্জেন্তিনার টিম চিকিৎসক ডোনাটো ভিলানি। তিনি বলছেন আলবিসেলেস্তে ক্যাপ্টেন আরও দ্রুত মাঠে ফিরে আসতে পারেন। ‘‘আমি বহুদিন ধরেই লিওকে চিনি। আমি নিশ্চিত ও খুব দ্রুত মাঠে ফিরবে। হয়তো ছ’আট সপ্তাহের আগেই।’’

Advertisement

শুধু তাই নয়, মেসি এতদিন মাঠের বাইরে থাকলে কতটা ছটফট করবেন সেটাও জানিয়ে দেন ভিলানি। ‘‘মাঠে না নামতে পারলে লিও পাগল হয়ে যায়। সেটা জানি বলেই বলছি ও খুব দ্রুত চোটটা কাটিয়ে উঠবে।’’ যদি ভিলানির কথা সত্যি হয় বের্নাবাওতে ২১ নভেম্বরের মহাম্যাচের আগেই মেসি মাঠে ফিরছেন। আবার ভক্ত ও সতীর্থদের জন্য নিজের ব্যক্তিগত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মেসি পোস্ট করেন, ‘‘ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ফুটবল যে ভালবাসে তার কাছে খুব কঠিন মাঠে না থাকা। তবে এখন ঠিক করে চোট সারানোর সময় যাতে তাড়াতাড়ি ফিরে আসা যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন