Mitchell Starc

পায়ে চোট, সিরিজ থেকে ছিটকে গেলেন মিচেল স্টার্ক

বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পায়ে চোটের জন্য ভারতের বিরুদ্ধে চলতি সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেসার মিচেল স্টার্ক। ফলে ভারতের বিরুদ্ধে সিরিজে কামব্যাকের লড়াইটা বেশ কষ্টকর হয়ে গেল স্মিথদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ১৩:২৪
Share:

মাঠের বাইরে স্টার্ক। ছবি- ফাইল চিত্র

বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পায়ে চোটের জন্য ভারতের বিরুদ্ধে চলতি সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেসার মিচেল স্টার্ক। ফলে ভারতের বিরুদ্ধে সিরিজে কামব্যাকের লড়াইটা বেশ কষ্টকর হয়ে গেল স্মিথদের।

Advertisement

বেঙ্গালুরু টেস্টের সময়ই পায়ে চোট পান অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। পেন কিলার খেয়েই ম্যাচ শেষ করেন তিনি। শুক্রবার তাঁর পায়ের স্ক্যান করা হলে হাড়ে সামান্য চিড় দেখা যায়। কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের তরফে ফিজিও ডেভিড বিকলে বলেন, “দ্বিতীয় টেস্ট চলার সময়েই সমস্যা শুরু হয় স্টার্কের। আমরা ভেবেছিলাম টেস্টের পর হয়ত ও সুস্থ হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। আমরা ওকে অস্ট্রেলিয়ায় রিহ্যাবে পাঠিয়েছি। বাকি সিরিজে ওকে আর পাওয়া যাবে না।”

আরও পড়ুন- ১৫ জনের ভারতীয় দলে নেই কোনও নতুন মুখ

Advertisement

তবে স্টার্কের পরিবর্ত কে হবেন তা এখনও জানায়নি অজি বোর্ড। সূত্রের খবর, সম্ভবত জ্যাকসন বার্ডকেই দলে আনতে চলেছেন নির্বাচকরা। দিন কয়েক আগে চোটের জন্য ছিটকে যান অল রাউন্ডার মিচেল স্টার্কও। তাঁর পরিবর্তে রাঁচীতেই দলের সঙ্গে যোগ দেবেন মার্কাস স্টোইনিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন