ঋতম পোড়েলের চোটে ফিরে এল অঙ্কিতের মৃত্যু আতঙ্ক

ঋতম পোড়েলের চোটে ময়দানে ফিরে এল অঙ্কিত তিওয়ারির মৃত্যু আতঙ্ক। শুক্রবার ভবানীপুরের সঙ্গে খেলাছিল ইস্টবেঙ্গলের। ঋতম ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিনিধি

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ২০:২২
Share:

ঋতম পোড়েলের চোটে ময়দানে ফিরে এল অঙ্কিত তিওয়ারির মৃত্যু আতঙ্ক। শুক্রবার ভবানীপুরের সঙ্গে এএন ঘোষ ট্রফির ফাইনাল ম্যাচ চলছিল ইস্টবেঙ্গলের। ঋতম ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করছিলেন। ভবানীপুরের প্রিনান দত্তর শট এসে লাগে ঋতমের গলায়। আহত হল তিনি। ভয় পেয়ে যান ওখানে উপস্থিত দুই দলের ক্রিকেটাররাই। সাময়িক বন্ধ হয়ে যায় খেলা। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় সিএবি অনুমোদিত হাসপাতালে। নিয়ম মতো মাঠে ছিল অ্যাম্বুলেন্স। তাই সময় নষ্ট হয়নি। ডাক্তাররা জানিয়েছেন সুস্থই আছেন ঋতম। গত বছরই বল লেগে মৃত্যু হয়েছিল এক উদীয়মান ক্রিকেটার অঙ্কিত তিওয়ারির। তিনিও খেলতেন ইস্টবেঙ্গলের হয়ে। তার পর থেকে ক্রিকেট মাঠে চোট সবাইকে শঙ্কিত করে তোলে। তবে ডাক্তারের কথা স্বস্তি দিয়েছেন সবাইকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement