চোট সমস্যায় দ্রাবিড়ের টিম

গত বার প্রথম দিকে টানা ম্যাচ জিতলেও প্লে অফে ওঠা হয়নি দিল্লি ডেয়ারডেভিলসের। এ বার নতুন যুদ্ধ শুরু হওয়ার আগেই ধাক্কা ডেয়ারডেভিলস ক্যাম্পে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০৩:৫২
Share:

দুশ্চিন্তা: ডি’কক, ডুমিনি নেই। উদ্বেগে দ্রাবিড়। —ফাইল চিত্র।

গত বার প্রথম দিকে টানা ম্যাচ জিতলেও প্লে অফে ওঠা হয়নি দিল্লি ডেয়ারডেভিলসের। এ বার নতুন যুদ্ধ শুরু হওয়ার আগেই ধাক্কা ডেয়ারডেভিলস ক্যাম্পে। আগেই সরে গিয়েছিলেন জে পি ডুমিনি। নিউজিল্যান্ড সিরিজে চোট পেয়ে সরে দাঁড়িয়েছেন কুইন্টন ডে ককও। যা নিয়ে উদ্বিগ্ন ডেয়ারডেভিলসের কোচ রাহুল দ্রাবিড়। গত বার ডেয়ারডেভিলসের হয়ে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান ছিলেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরিপার-ওপেনার।

Advertisement

বৃহস্পতিবার দ্রাবিড় বলেছেন, ‘‘নিলামের আগে এ ধাক্কাগুলো যদি আসত, আমরা তা হলে বিকল্প ভাবার সময় পেতাম। কিন্তু এখন সে সময় হাতে নেই। হাতে যা আছে তাই নিয়ে লড়তে হবে।’’

দুই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার না থাকায় দ্রাবিড়কে ভরসা রাখতে হবে দলে নতুন আসা দুই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন এবং অ্যাঞ্জেলো ম্যাথেউজের ওপর। তবু ডে কক না থাকার দুশ্চিন্তা ধরা পড়ছে দ্রাবিড়ের কথায়, ‘‘শুরুতে ও আমাদের বড় ভরসা ছিল। তাই কুইন্টনের না থাকাটা একটা বড় ধাক্কা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement