ইন্টারপোলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট-সহ ফিফার ছয়

ফিফাকে আরও গভীর সঙ্কটে ঠেলে দিয়ে দুর্নীতি-কলঙ্কিত দুই প্রাক্তন কর্তা-সহ মোট ছ’জনের নামে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল তালিকায় নাম রয়েছে ফিফার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার এবং এক্সিকিউটিভ বোর্ডের প্রাক্তন সদস্য নিকোলাস লিওজের। বাকি চার জন ফিফার সঙ্গে যুক্ত বিভিন্ন স্পোর্টস মার্কেটিং কোম্পানির প্রধান। ফুটবল কর্মকর্তাদের ১৫ কোটি ডলারেরও বেশি ঘুষ দেওয়ার মামলায় অভিযোগ রয়েছে এঁদের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ১৯:১২
Share:

ফিফার এক্সিকিউটিভ বোর্ডের প্রাক্তন সদস্য নিকোলাস লিওজ। ছবি: এএফপি।

ফিফাকে আরও গভীর সঙ্কটে ঠেলে দিয়ে দুর্নীতি-কলঙ্কিত দুই প্রাক্তন কর্তা-সহ মোট ছ’জনের নামে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল।

Advertisement

তালিকায় নাম রয়েছে ফিফার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার এবং এক্সিকিউটিভ বোর্ডের প্রাক্তন সদস্য নিকোলাস লিওজের। বাকি চার জন ফিফার সঙ্গে যুক্ত বিভিন্ন স্পোর্টস মার্কেটিং কোম্পানির প্রধান। ফুটবল কর্মকর্তাদের ১৫ কোটি ডলারেরও বেশি ঘুষ দেওয়ার মামলায় অভিযোগ রয়েছে এঁদের বিরুদ্ধে। ইন্টারপোলের ‘মোস্ট ওয়ানটেড’ তালিকায় থাকায় ছ’জনের বিরুদ্ধে আন্তর্জাতিক সতর্কতা জারি হয়েছে।

জানা গিয়েছে, ওয়ার্নার এই মুহূর্তে ত্রিনিদাদ ও টোব্যাগোর কোনও এক জায়গায় আছেন। প্যারাগুয়েতে গৃহবন্দি হয়ে আছেন লিওজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement