শাড়ি নয়, পাল্টাচ্ছে মেয়েদের পোশাক

অ্যাথলিটদের প্রতিনিধি এবং সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছে আইওএ। বিবৃতিতে আইওএ জানিয়েছে, ‘‘২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা অ্যাথলিটরা ব্লেজার এবং ট্রাউজার পরবেন।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৪৭
Share:

বদল: শাড়ির বদলে মেয়েরা এ বার ব্লেজার-ট্রাউজারে।

এত দিন খেলাধুলোর বিশ্ব মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের মহিলা অ্যাথলিটদের যে ভাবে শাড়ি ও ব্লেজারে দেখা যেত, আসন্ন কমনওয়েলথ গেমসে সেটা আর দেখা যাবে না। গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ভারতীয় অলিম্পিক্স সংস্থা (আইওএ) উদ্বোধনী অনুষ্ঠানে মহিলাদের জন্য এ বার শাড়ি এবং ব্লেজারের পরিবর্তে পোশাক হিসেবে ব্লেজার এবং ট্রাউজার বেছে নিয়েছে।

Advertisement

অ্যাথলিটদের প্রতিনিধি এবং সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছে আইওএ। বিবৃতিতে আইওএ জানিয়েছে, ‘‘২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা অ্যাথলিটরা ব্লেজার এবং ট্রাউজার পরবেন।’’

আইওএ-র অ্যাথলিটস কমিশনের প্রধান মালাভ শ্রফ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি আইওএ প্রেসিডেন্ট নরেন্দ্র বাত্রাকে চিঠি দিয়ে জানিয়েছেন, ‘‘অনুষ্ঠানের পোশাকে এই পরিবর্তন আরও বাস্তবোচিত এবং অ্যাথলিটদের এত সুবিধে হবে।’’

Advertisement

৪ এপ্রিল থেকে ১৫ এপ্রিল হবে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমস। ২২৫ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। আইওএ সচিব রাজীব মেটা বলেছেন, ‘‘আমরা জেনেছি, অ্যাথলিটদের এত দীর্ঘক্ষণ শাড়ি পরে থাকতে সমস্যা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান সাধারণত ৪-৫ ঘণ্টা চলে। তা ছাড়া শাড়ি পরতে গেলে অ্যাথলিটদের সাহায্যেরও প্রয়োজন হয়। যাতে সমস্যা আরও বাড়ে। তাই আমরা ঠিক করেছি উদ্বোধনী অনুষ্ঠানে পুরুষ ও মহিলারা একই রকম পোশাক পরবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন