Sports News

কেকেআর-এর মেন্টর অভিষেক নায়ার

শনিবার কেকেআর-এর তরফে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হল দলের মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন অভিষেক নায়ার। কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক মরসুমের শুরুতেই অভিষেক নায়ারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৮ ১৭:৩২
Share:

অভিষেক নায়ার। —ফাইল চিত্র।

কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর অভিষেক নায়ার। খেলোয়াড় জীবন গত বছরই শেষ হয়ে গিয়েছিল অভিষেকের। গত মরসুমে মুম্বই দলে ছিলেন তিনি। কিন্তু খারাপ পারফরম্যান্সের জন্য বাদ পড়তে হয়। কিন্তু মেন্টর হিসেবে তাঁকে বেছে নিল কেকেআর।

Advertisement

শনিবার কেকেআর-এর তরফে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হল দলের মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন অভিষেক নায়ার। টুইট করে কেকেআর-এর তরফে জানানো হয়, ‘‘অভিষেক নায়ারকে কেকেআর-এর সাপোর্ট স্টাফ দলে স্বাগত। দলের জুনিয়র প্লেয়াররা নায়ারের অভিজ্ঞতায় উন্নতি করতে পারবে।’’ কেকেআর-এর সিইও ভেঙ্কি নায়ার টুইট করে আরও বলেন, ‘‘আমরা অভিষেক নায়ারকে এনেছি বিশেষ করে জুনিয়র প্লেয়ারদের সাহায্যে। প্লেয়ার ও কোচিং স্টাফদের মধ্যে যে ভাষার সমস্যা রয়েছে সেটাও অভিষেকের উপস্থিতিতে মিটে যাবে।’’

কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক মরসুমের শুরুতেই অভিষেক নায়ারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। নায়ারের জন্যই তিনি আবার ঘুরে দাঁড়াতে পেড়েছিলেন। অভিষেক বলেন, ‘‘এটা আমার জন্য গর্বের। আমি চেষ্টা করব জুনিয়রদের সাহায্য করতে। নিজের সেরাটা দিতে।’’ কেকেআর-এর হেড কোচ জ্যাক কালিস। সহকারি কোচ সাইমন কাটিচ। কার্তিক বলেন, ‘‘যতদিন সম্ভব আমি খেলতে চাই। অনেক সময় হাতে নেই। আমার অনেক সংশয় ছিল আমি আর দেশের হয়ে খেলার সুযোগ পাব কি না। অভিষেককে পাওয়াটা আমার কাছে ভাগ্যের। ও আমাকে যে ভাবে গাইড করেছে পুরো চলাটায় টানেলেন শেষে আলোর মতে অনেকটা।’’

Advertisement

এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে কেকেআর। তার মধ্যে দুটোতেই হারতে হয়েছে।

আরও পড়ুন
কেকেআরের কাঁটা প্রাক্তন তিন নাইট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement