কার্তিক তবু সেই সতর্ক

কার্তিক বললেন, ‘‘আমাদের ফিল্ডিং ও শেষের দিকের বোলিংয়ে কিন্তু আরও উন্নতি দরকার। আর একটু কড়া যদি হই, তা হলে বলব, দলের পেসারদের আরও উন্নতি করতে হবে। আমাদের আরও ধারাবাহিক হতে হবে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ০৫:১৮
Share:

জোড়া হারের পরে জোড়া জয়। কলকাতা নাইট রাইডার্স শিবিরে স্বস্তি। কিন্তু এই স্বস্তি যাতে আত্মতুষ্টিতে পরিণত না হয়, সেই ব্যাপারে সতর্ক কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। দলের ছেলেদের কিছু কিছু ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি।

Advertisement

বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতে লিগ তালিকায় এক নম্বরে উঠে আসার পরে কার্তিক বললেন, ‘‘আমাদের ফিল্ডিং ও শেষের দিকের বোলিংয়ে কিন্তু আরও উন্নতি দরকার। আর একটু কড়া যদি হই, তা হলে বলব, দলের পেসারদের আরও উন্নতি করতে হবে। আমাদের আরও ধারাবাহিক হতে হবে।’’

দল জেতায় যে তিনি খুশি, তা জানাতে অবশ্য ভোলেননি কার্তিক। বলেন, ‘‘এখন মনে হচ্ছে ঠিক দিকেই এগোচ্ছি। আমাদের রিস্টস্পিনারদের (কব্জির মোচড়ে স্পিন করেন যাঁরা) বল ব্যাটসম্যানদের পক্ষে বোঝা বোধ হয় কঠিন হচ্ছে। তাই ওদের দিয়ে শুরু করছি।’’ রবিন উথাপ্পা ও নীতীশ রানারও প্রশংসা করেন অধিনায়ক।

Advertisement

১১ রানে ২ উইকেট ও ২৭ বলে ৩৫ রান করে ম্যাচের সেরার পুরস্কার পাওয়া নীতীশ বলেন, ‘‘নিয়মিত নেটে ও ঘরোয়া ক্রিকেটে বোলিং করেছি। নিজের ওপর বিশ্বাস আছে। ভারতীয় দলে অবশ্যই খেলতে চাই। আপাতত আমার লক্ষ্য কেকেআরে আরও ভাল খেলা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement