Cricket

আইপিএল-এ যে রেকর্ডগুলি ভাঙা কোহালির পক্ষে বেশ কঠিন

বিরাট কোহালি বর্তমান ক্রিকেট বিশ্বে অন্যতম আলোচিত নাম। শুধু আইপিএল নয়, আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে একাধিক রেকর্ডের মালিক বিরাট। কিন্তু, আইপিএল-এ এমন কিছু রেকর্ড রয়েছে, যা কোহালির পক্ষে ভাঙা কার্যত অসম্ভব। দেখে নেওয়া যাক তেমনই ক’টি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০৮:৫৮
Share:
০১ ০৬

বিরাট কোহালি বর্তমান ক্রিকেট বিশ্বে অন্যতম আলোচিত নাম। শুধু আইপিএল নয়, আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে একাধিক রেকর্ডের মালিক বিরাট। কিন্তু, আইপিএল-এ এমন কিছু রেকর্ড রয়েছে, যা কোহালির পক্ষে ভাঙা কার্যত অসম্ভব। দেখে নেওয়া যাক তেমনই ক’টি।

০২ ০৬

ক্রিস গেলের সর্বোচ্চ রান ১৭৫। ব্যক্তিগত ভাবে এটাই আইপিএল-এ সব থেকে বেশি রান।

Advertisement
০৩ ০৬

দ্রুততম পঞ্চাশের রেকর্ড রয়েছে কেএল রাহুলের দখলে। মাত্র ১৪ বলে ৫০ রান করেছেন তিনি। এটা ভাঙা কোহালির পক্ষে বেশ কঠিন।

০৪ ০৬

কোনও একটি ইনিংসে সব থেকে বেশি স্ট্রাইক রেট রয়েছে ক্রিস মরিসের দখলে। ২০১৭ তে ৯ বলে ৩৮ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ৪২২.২২। এই বিপুল স্ট্রাইক রেট টপকানো বিরাটের পক্ষেও কঠিন।

০৫ ০৬

আইপিএলে দ্রুততম শতরানটি রয়েছে ক্রিস গেলের দখলে। মাত্র ৩০ বলে শতরান করেছিলেন গেল। ২০১৩ তে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে এই রান করেছিলেন তিনি।

০৬ ০৬

একটি ইনিংসের সব থেকে বেশি ছয়ের রেকর্ডও গেলের দখলে। ১৭টি ছয় মেরেছিলেন পুণের বিরুদ্ধে। ২০১৩-এর আইপিএল-এ সেই ম্যাচেই ৬৬ বলে ১৭৫ রান করেছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement