IPL 2018

নাইটদের বিরুদ্ধে কেমন হতে পারে রাজস্থানের প্রথম একাদশ

নাইটদের বিরুদ্ধে ফের মাঠে নামছে রাজস্থান। প্রথম সাক্ষাৎকারের স্মৃতি তেমন ভাল নয়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মে ২০১৮ ১৭:১৬
Share:
০১ ১২

নাইটদের বিরুদ্ধে ফের মাঠে নামছে রাজস্থান। প্রথম সাক্ষাৎকারের স্মৃতি তেমন ভাল নয়। দেখে নেওয়া যাক কলকাতার বিরুদ্ধে কেমন হতে পারে অজিঙ্ক রাহানেদের প্রথম একাদশ।

০২ ১২

অজিঙ্ক রাহানে: দলের অন্যতম প্রধান ব্যাটিং ভরসা। আজকের ম্যাচে অধিনায়ক রাহানের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।

Advertisement
০৩ ১২

জস বাটলার: এই মুহূর্তে দলের অন্যতম ভরসা। ওপেন করা শুরু করতেই ফর্ম ফিরে পেয়েছেন।

০৪ ১২

সঞ্জু স্যামসন: ব্যাট হাতে মোটামুটি ফর্মে রয়েছেন। ফলে আজকের ম্যাচে রান করার দায়িত্ব থাকছে তাঁর কাঁধে।

০৫ ১২

বেন স্টোকস: ফর্মে থাকা স্টোকস ব্যাট এবং বল দু’দিক থেকেই দলের বড় ভরসা।

০৬ ১২

প্রশান্ত চোপড়া: এখনও তেমন সুযোগ পাননি। ব্যাট হাতে দ্রুত রান তোলার ক্ষমতা হয়েছে প্রশান্তের।

০৭ ১২

স্টুয়ার্ট বিনি: অলরাউন্ডার হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বিনির ভূমিকা। সেই হিসেবে দলে থাকা কার্যত নিশ্চিত।

০৮ ১২

জোফরা আর্চার: বল হাতে চমৎকার ফর্মে রয়েছেন। নাইটদের আটকাতে আজ জোফরার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

০৯ ১২

কৃষ্ণাপ্পা গৌতম: বোলিং শুরুর দায়িত্ব গৌতমের উপরই ছাড়তে চাইছেন অধিনায়ক। রাহানের অন্যতম ভরসাও বটে।

১০ ১২

ইশ সোধি: অলরাউন্ডার সোধি আজ সুযোগ পেতে পারেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ হতে পারে তাঁর ভূমিকা।

১১ ১২

জয়দেব উনাদকাট: রাজস্থানের বোলিং আক্রমণের বড় ভরসা। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে।

১২ ১২

ধবল কুলকার্ণি: আজকের ম্যাচে পেস বোলিংয়ে গুরুত্ব দিতে পারে রাজস্থান। সেই হিসেবে দলে আসতে পারেন ধবল কুলকার্ণি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement