গেলদের বিরুদ্ধে কেমন হতে পারে সানরাইজার্সের প্রথম একাদশ

সপ্তাহ খানেক আগে চণ্ডিগড়ে হায়দরাবাদকে একাই হারিয়ে দিয়েছিলেন ‘ইউনিভার্স বস’। ৬৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংসে মেরেছিলেন ১১টি ছয়। এ বার হায়দরাবাদে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। বৃহস্পতিবার রাতের সেই ম্যাচের আগে দেখে নেওয়া যাক গেলদের বিরুদ্ধে কেমন হতে পারে সানরাইজার্সের প্রথম একাদশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ১৪:৪৯
Share:
০১ ১২

সপ্তাহ খানেক আগে চণ্ডিগড়ে হায়দরাবাদকে একাই হারিয়ে দিয়েছিলেন ‘ইউনিভার্স বস’। ৬৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংসে মেরেছিলেন ১১টি ছয়। এ বার হায়দরাবাদে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। বৃহস্পতিবার রাতের সেই ম্যাচের আগে দেখে নেওয়া যাক গেলদের বিরুদ্ধে কেমন হতে পারে সানরাইজার্সের প্রথম একাদশ।

০২ ১২

শিখর ধবন: পঞ্জাবের বিরুদ্ধে প্রথম বলেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ধবন। পরের ম্যাচেও খেলতে পারেননি। বৃহস্পতিবার রাতে অবশ্য তাঁর প্রথম দলে থাকার সম্ভাবনাই বেশি। ছবি: পিটিআই।

Advertisement
০৩ ১২

কেন উইলিয়ামসন: সে দিনের ম্যাচে ৪১ বলে ৫৪ করেও ম্যাচ জেতাতে পারেননি। তবে চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন হায়দরাবাদের অধিনায়ক। ছবি: পিটিআই।

০৪ ১২

ঋদ্ধিমান সাহা: ফর্মের একেবারে ধারেকাছে নেই বাংলার এই উইকেটরক্ষক। আজ সানরাইজার্সের দলে থাকলেও দ্রুত ফর্মে না ফরলে কপাল খুলতে পারে শ্রীবত্স গোস্বামীর। ছবি: পিটিআই।

০৫ ১২

মণীশ পাণ্ডে: সে দিনের ম্যাচে তাঁর অপরাজিত ৫৭ দলকে জেতাতে পারেনি। তবে আইপিএলে ভাল ছন্দে রয়েছেন মণীশ। ছবি: পিটিআই।

০৬ ১২

ইউসুফ পাঠান: চলতি আইপিএলে খুব একটা ছন্দে না থাকলেও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ইউসুফ। ছবি: এএফপি।

০৭ ১২

দীপক হুড়া: চলতি আইপিএলে একেবারে ফর্মে নেই এই ব্যাটসম্যান অলরাউন্ডার। তবে আজ সুযোগ পেতে পারেন। ছবি: এএফপি।

০৮ ১২

মহম্মদ নবি: গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত বল করেন আফগানিস্থানের এই অলরাউন্ডার। ব্যাট হাতেও যোগ করেন ১৪ রান।

০৯ ১২

ভুবনেশ্বর কুমার: দুরন্ত ফর্মে রয়েছেন সানরাইজার্সের এই ডানহাতি পেসার। তবে গত ম্যাচে তিনি খেলেননি। এই ম্যাচে ফিরতে পারেন তিনি।

১০ ১২

সিদ্ধার্থ কল: মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচে জয়ের অন্যতম নায়ক। ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ছবি: এএফপি।

১১ ১২

বাসিল থাম্পি: ১.৫ ওভারে মাত্র ৪ রান দিয়ে মুম্বইয়ের এক নম্বর এবং এগারো নম্বর ব্যাটসম্যানের উইকেট নিয়েছিলেন এই পেসার। ছবি: পিটিআই।

১২ ১২

রশিদ খান: ভাল ফর্মে থাকলেও গেলের হাতে সে দিনের ম্যাচে যথেষ্ট মার খেয়েছিলেন তিনি। এ দিন তাঁর বদলা নেওয়ার পালা। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement