জিতলেই প্লে অফ নিশ্চিত, আজ কেমন হতে পারে সানরাইজার্সের প্রথম একাদশ

একটা দল খেলবে প্লে অফ নিশ্চিত করার জন্য। আর একটা দল খেলবে টুর্নামেন্টে টিকে থাকার জন্য। সোমবার রাতে রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দেখে নেওয়া যাক সেই ম্যাচে কেমন হতে পারে সানরাইজার্সের প্রথম একাদশ।

Advertisement
শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ১৬:১৮
Share:
০১ ১২

একটা দল খেলবে প্লে অফ নিশ্চিত করার জন্য। আর একটা দল খেলবে টুর্নামেন্টে টিকে থাকার জন্য। সোমবার রাতে রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দেখে নেওয়া যাক সেই ম্যাচে কেমন হতে পারে সানরাইজার্সের প্রথম একাদশ।

০২ ১২

শিখর ধবন: প্রথম দুই ম্যাচে অসাধারণ খেলেছেন। কিন্তু তার পর থেকে সেই টাচ যেন উধাও। শেষ ম্যাচে ফর্মে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছেন ধবন। ছবি: এএফপি।

Advertisement
০৩ ১২

অ্যালেক্স হেলস: দুই ম্যাচ খেলেছেন। দুই ম্যাচেই করেছেন ৪৫। ভালই ফর্মে আছেন হায়দরাবাদের এই ওপেনার। ছবি: পিটিআই।

০৪ ১২

কেন উইলিয়ামসন: দুরন্ত ফর্মে রয়েছেন হায়দরাবাদের অধিনায়ক। গত ম্যাচেও নট আউট থেকে ম্যাচ জিতিয়েছেন। ছবি: পিটিআই।

০৫ ১২

মণীশ পাণ্ডে: দু’টি ম্যাচ বাদে তেমন ফর্মে নেই এই ডানহাতি। আজ তাঁর ভাল পারফর্ম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দল। ছবি: এএফপি।

০৬ ১২

শাকিব অল হাসান: কখনও বল, কখনও ব্যাট হাতে দলকে ভরসা যোগাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ছবি: এএফপি।

০৭ ১২

ইউসুফ পাঠান: গত ম্যাচের হিরো। তবে এখনও সেই বিধ্বংসী পাঠানকে দেখা যায়নি টুর্নামেন্টে। ছবি: এএফপি।

০৮ ১২

ঋদ্ধিমান সাহা: ব্যাটে রান নেই। তাই ওপেনিং থেকে তাঁকে নামিয়ে দেওয়া হয়েছে। তেব এখনও তিনি দেশের সেরা কিপার। ছবি: পিটিআই।

০৯ ১২

রশিদ খান: তাঁর গুগলি ধরতে পারছেন না তাবড় ব্যাটসম্যানরাও। গত ম্যাচে ৪ ওভারে ২৩ রান দিয়ে দু’উইকেট পান। ছবি: পিটিআই।

১০ ১২

ভুবনেশ্বর কুমার: হায়দরাবাদের পেস আক্রমণের প্রধান ফলা। অফ কাটার, নাকল বলে নাকাল করছেন ব্যাটসম্যানদের। ছবি: এএফপি।

১১ ১২

সন্দীপ শর্মা: গত ম্যাচ বাদে সব ম্যাচেই দুরন্ত বল করেছেন। ছবি: পিটিআই।

১২ ১২

সিদ্ধার্থ কল: যত দিন যাচ্ছে ততই উন্নতি ঘটাচ্ছেন তিনি। পেস আক্রমণের অন্যতম মুখ তিনি। ছবি: পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement