IPL 2018

মুম্বই বধে নাইটদের আজ যা স্ট্র্যাটেজি হওয়া উচিত

নয় ম্যাচে পাঁচ জয়। ১০ পয়েন্ট নিয়ে স্থান পয়েন্ট টেবিলের তিন নম্বরে। প্লে অফে যেতে হলে বাকি ম্যাচগুলির মধ্যে অন্তত তিনটি ম্যাচ জিততেই হবে নাইটদের। এই অবস্থায় রবিবার বিকেলে মুম্বইয়ের ঘরের মাঠে রোহিত শর্মাদের মুখোমুখি হচ্ছেন দীনেশ কার্তিকরা। মুম্বইয়ের বিরুদ্ধে রেকর্ড অবশ্য খুবই খারাপ নাইটদের। সেই রেকর্ড ভাল করতে দীনেশ কার্তিকের জন্য রইল কিছু টিপস।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মে ২০১৮ ১৫:৫৬
Share:
০১ ০৮

নয় ম্যাচে পাঁচ জয়। ১০ পয়েন্ট নিয়ে স্থান পয়েন্ট টেবিলের তিন নম্বরে। প্লে অফে যেতে হলে বাকি ম্যাচগুলির মধ্যে অন্তত তিনটি ম্যাচ জিততেই হবে নাইটদের। এই অবস্থায় রবিবার বিকেলে মুম্বইয়ের ঘরের মাঠে রোহিত শর্মাদের মুখোমুখি হচ্ছেন দীনেশ কার্তিকরা। মুম্বইয়ের বিরুদ্ধে রেকর্ড অবশ্য খুবই খারাপ নাইটদের। সেই রেকর্ড ভাল করতে দীনেশ কার্তিকের জন্য রইল কিছু টিপস। ছবি: এএফপি।

০২ ০৮

শুরুতেই থামাতে হবে সূর্যকুমার আর লিউয়িসকে। ওপেনিংয়ে দু’জনের কেউ এক জন প্রায় প্রতি ম্যাচেই রান করেছেন। মুম্বইকে কম রানে আটকাতে হলে দ্রুত আউট করতে হবে এই দু’জনকে। ছবি: এএফপি।

Advertisement
০৩ ০৮

টসে জিতলে অবশ্যই প্রথমে ফিল্ডিং নিতে হবে। চলতি মরশুমে বেশিরভাগ ম্যাচই রান তাড়া করে জিতেছে নাইট রাইডার্স। গত ম্যাচেওচেন্নাই সুপার কিংসের সঙ্গে খেলায় প্রথমে ফিল্ডিং করে সহজেই জিতেছিল নাইটরা।ছবি: এএফপি।

০৪ ০৮

নারাইনকে দিয়ে বোলিং শুরু করাতে হবে। লিউয়িসের বিরুদ্ধে তাংর রেকর্ড খুবই ভাল। এমনকী কিয়রন পোলার্ডও নারাইনের বলে একেবারেই স্বাচ্ছন্দ্য নন। ছবি: এএফপি।

০৫ ০৮

লিন-নারাইন জুটিকে ভাল খেলতে হবে। ব্যাট হাতে দু’জনেই ফর্মে রয়েছেন। একটা ভাল শুরু মিডল অর্ডারের কাজটা সহজ করে দেবে। ছবি: এএফপি।

০৬ ০৮

রাসেলকে একটা বিধ্বংসী ইনিংস খেলতে হবে। তাঁর একটা ঝোড়ো ক্যামিও ম্যাচের রং বদলে দিতে পারে। ছবি: এএফপি।

০৭ ০৮

স্পিন ত্রিফলাকে ভাল বল করতে হবে। নারাইন-চাওলা-কুলদীপের ১২ ওভারের ওপর ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে। ছবি: পিটিআই।

০৮ ০৮

বুমরা-মার্কণ্ডে জুটি এই মুহূর্তে মুম্বইয়ের সেরা। তাঁদের আট ওভার দেখে খেলতে হবে। ছবি:এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement