IPL

রেকর্ডের নাম মাসল রাসেল, কালই করে ফেলতে পারেন দানবীয় এই রেকর্ড

টুর্নামেন্টে কেকেআর-এর বাঁচা-মরা নির্ভর করে রয়েছে রাসেলের চওড়া ব্যাটের উপর। শুক্রবার নাইটদের সামনে কিংস ইলেভেন পঞ্জাব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০১৯ ১৬:৩৬
Share:

নতুন রেকর্ডের সামনে রাসেল। ছবি: এএফপি।

আইপিএল রেকর্ডের হাতছানি আন্দ্রে রাসেলের সামনে। আইপিএলের ইতিহাসে সব চেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়ার পথে ‘মাসল রাসেল’।

Advertisement

১২টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে কেকেআর-এর। এক ডজন ম্যাচ খেলে রাসেল হাঁকিয়েছেন ৫০টি ছক্কা। চলতি আইপিএলে সব চেয়ে বেশি ছক্কা ইতিমধ্যেই এসেছে ক্যারিবিয়ান তারকার ব্যাট থেকে। রাসেলের ঠিক পিছনেই রয়েছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। কিংস ইলেভেন পঞ্জাবের ওপেনার মেরেছেন এখনও পর্যন্ত ৩২টি ছক্কা। তিনি অনেকটাই পিছনে স্বদেশীয় রাসেলের থেকে।

এখনও লিগের দু’টি ম্যাচ খেলা বাকি রাসেলের। ভাগ্য সহায় থাকলে প্লে অফেও খেলতে পারেন নাইটদের প্রধান ভরসা। সে ক্ষেত্রে তিনি ছাপিয়ে যেতে পারেন ২০১২ সালে ক্রিস গেইলের মারা ৫৯টি ছক্কার রেকর্ড। কোথায় গিয়ে রাসেল থামেন সেটাই এখন দেখার। চলতি মরসুমে যে রকম ফর্মে রয়েছেন রাসেল, তাতে শুক্রবারই যদি রেকর্ড গড়ে ফেলেন তিনি, তা হলে অবাক হওয়ার কিছু নেই।

Advertisement

আরও খবর: চেন্নাই, রাজস্থানের পর এ বার কি আইপিএল থেকে নির্বাসনের পথে পঞ্জাব?

আরও খবর: নাইটদের তীব্র আক্রমণ, দলের সংস্কৃতি নিয়েই প্রশ্ন তুলে দিলেন গম্ভীর

টুর্নামেন্টে কেকেআর-এর বাঁচা-মরা নির্ভর করে রয়েছে রাসেলের চওড়া ব্যাটের উপর। শুক্রবার নাইটদের সামনে কিংস ইলেভেন পঞ্জাব। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে নাইটদের। ঝড় তুলতে হবে রাসেলকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন