মুগ্ধ: আন্দ্রে রাসেলের প্রশংসায় দীনেশ কার্তিক। ফাইল চিত্র
আন্দ্রে রাসেলের কাঁধে চোট নিয়ে যে উদ্বেগ দেখা গিয়েছিল, সেই আশঙ্কার কালো মেঘ কাটতে শুরু করেছে। কেকেআর সূত্রে খবর, রবিবারই ‘দ্রে রাস’-এর কাঁধের ফোলা ভাব সেরে গিয়েছে। আগামী শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে কোনও অসুবিধা নেই ক্যারিবিয়ান অলরাউন্ডারের।
শনিবার রাতেই রাসেলের প্রশংসা করে গিয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। তিনি বলেছেন, ‘‘রাসেলের মতো টিমম্যান দেখা যায় না। কাঁধে চোট নিয়েও নির্দ্বিধায় দলের স্বার্থে ব্যাট করে গেল। আমাদের জন্য ও সত্যি বিশেষ ক্রিকেটার।’’
রবিবার দিল্লিতেই ছিল দল। এ দিন অনুশীলন বন্ধ রাখা হয়েছিল। কিন্তু হোটেলের মধ্যেই চলে সাঁতার এবং জিম সেশন। রাসেল যদিও বিশ্রামে ছিলেন। বাঁ কাঁধে বরফ ঘষার নির্দেশ দেওয়া হয়েছিল ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। ঠিক মতো রিহ্যাব করার ফলও হাতে-নাতে পেলেন রাসেল। আশা করা যায়, মঙ্গলবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে নামতে পারেন ওয়েস্ট ইন্ডিজ তারকা।
দিল্লির বিরুদ্ধে মরসুমের প্রথম হারের স্বাদ পেলেও কেকেআর শিবিরে ফুরফুরে মেজাজ। রবিবার এক অনুষ্ঠানে ভারতীয় গানের সঙ্গে নাচতে বলা হয় বিদেশি ক্রিকেটারদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিস লিন, লকি ফার্গুসন, কার্লোস ব্রাথওয়েট, হ্যারি গার্নি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ছিলেন রবিন উথাপ্পা। সেখানেই পঞ্জাবি গানের সঙ্গে ভাংড়া নাচতে বলা হয় ব্রাথওয়েট, গার্নিদের। নাইটদের শিক্ষক হিসেবে দেখা যায় ক্রিস লিনকে। তিনিই দেখিয়ে দেন কী ভাবে ভাংড়া নাচতে হয়।
নাচের পরেই শুরু হয় বিট বক্সিং ও র্যাপের মহড়া। নিউজ়িল্যান্ড পেসার লকি ফার্গুসন ইতিমধ্যেই তাঁর গোফের জন্য জনপ্রিয় হয়ে উঠেছেন। এ দিন তাঁর আরও একটি গুণ দেখিয়ে গেলেন। লকি খুব ভাল বিট বক্সিং (মুখের আওয়াজে বিট দেওয়া) করতে পারেন। তাঁর তালের সঙ্গে ‘চ্যাম্পিয়ন’ গান ধরলেন কার্লোস ‘রিকি’ ব্রাথওয়েট। সঙ্গে গলা মেলালেন প্রত্যেকে। এমনকি ‘ডি জে’ ব্র্যাভোর ভঙ্গিতে নাচও দেখিয়ে গেলেন লিন।
এ দিনই প্রসিদ্ধ কৃষ্ণ তাঁর সুপার ওভারের গল্প শুনিয়ে গেলেন। কী ভাবে সুপার ওভারে মাত্র দশ রান দিলেন তিনি? প্রসিদ্ধের উত্তর, ‘‘চেষ্টা করেছিলাম পৃথ্বী, শ্রেয়সেরা যেন আমার বলের নাগাল না পায়। তাই বাইরে বল করেছিলাম।’’