Brian Lara

মুম্বইয়ের গলি ক্রিকেটে মুখোমুখি লারা-ব্রেট লি, ভাইরাল ভিডিও

ফের ব্যাট বলের লড়াইয়ে ব্রায়ান লারা, ব্রেট লি। মুম্বইয়ের গলিতে দেখা গেল দুই কিংবদন্তিকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ২০:৩৭
Share:

ব্রেট লি। ফাইল চিত্র।

আইপিএলের উত্তাপের মধ্যেই একটু অন্য রকম স্বাদ পেলেন ক্রিকেট প্রেমীরা। মুম্বইয়ের গলি ক্রিকেটে মুখোমুখি ব্রায়ান লারা আর ব্রেট লি।

Advertisement

বহুদিন ব্যাট, প্যাড তুলে রেখেছেন লারা, লি। এখন তাঁরা আইপিএলের ধারাভাষ্যকার। আর আইপিএলের এই ঠাসা সূচি থেকে নিজেদের একটু বিশ্রাম দিতেই ব্যাট, বল হাতে তাঁদের গলি ক্রিকেটে নেমে পড়া। নিজের ইনস্টাগ্রামে লারার সঙ্গে গলি ক্রিকেটের সেই ভিডিয়ো পোস্ট করেছেন ব্রেট লি। সেখানে দেখা যাচ্ছে, ব্রেট লির একটি বাউন্সার খেলার কোনও চেষ্টা না করে ছেড়ে দিচ্ছেন লারা। আর এই লড়াইয়ে দেখলেন উৎসাহী দর্শক।

আরও একটি ভিডিয়ো পোস্ট করেছেন ব্রেট লি। সেখানে এক গলি ক্রিকেটারকে বল করতে দেখা যাচ্ছে তাঁকে। আর ব্রেট লির একটি ইয়র্কার উড়িয়ে দিচ্ছে ওই গলি ক্রিকেটারের মিডল স্ট্যাম্প।

Advertisement

A post shared by Brett Lee (@brettlee_58) on

A post shared by Brett Lee (@brettlee_58) on

আরও পড়ুন : দুরন্ত ছক্কা হাঁকানোর পুরস্কার, ব্যাট দিয়ে জাদেজার মাথায় আঘাত ধোনির

আরও পড়ুন : ইডেনে ধুন্ধুমার, শহরের সমর্থন পেতে সৌরভের ভিডিয়ো বার্তা

ভিডিয়ো দুটি পোস্ট করার পরেই তা ভাইরাল হয়েছে। আইপিএলের থেকে এই গলি ক্রিকেটের ভিডিও যেন কোনও অংশেই কম আকর্ষণীয় নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement