Dinesh Karthik

বিশ্বকাপ পরে, আগে আইপিএল, ইডেনে নামার আগে গর্জন কার্তিকের

সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে এ বারের আইপিএল টুর্নামেন্ট শুরু করছে নাইটরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ১২:২৮
Share:

লক্ষ্য স্থির কেকেআর অধিনায়ক কার্তিকের। ছবি: কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ থেকে।

বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য লড়াইয়ে রয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক।

Advertisement

কিন্তু আইপিএলে প্রথম ম্যাচে নামার আগে কার্তিক জানিয়ে দিলেন, বিশ্বকাপ নিয়ে চিন্তাভাবনা তিনি একদমই করছেন না। তাঁর চিন্তায় চেতনায় শুধুই আইপিএল। তবে, জনপ্রিয় এই টুর্নামেন্টে ভাল খেলতে পারলে কেকেআর অধিনায়কের জন্য বিশ্বকাপের দরজা খুলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

আইপিএল নিয়ে খেলুন কুইজ

Advertisement

সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে এ বারের আইপিএল টুর্নামেন্ট শুরু করছে নাইটরা। কার্তিকের সাফ কথা, ‘‘বিশ্বকাপের কথা যত কম চিন্তা করব, ততই মঙ্গল। কেকেআরের হয়ে ভাল খেলাই আমার একমাত্র লক্ষ্য। তা হলেই বিশ্বকাপে আমার জায়গা হবে বলে মনে করি।”

আরও পড়ুন: নাইটদের বিরুদ্ধে প্রত্যাবর্তনের ম্যাচ, পাঠান তাকিয়ে ওয়ার্নারের দিকে

এগিয়ে আসছে বিশ্বকাপ। অনেকেই এই টুর্নামেন্টে নিজেদের নিংড়ে দিতে চাইবেন। এ বারের আইপিএল কি গুরুত্বপূর্ণ কার্তিকের কাছে? মানতে চান না নাইট-অধিনায়ক। প্রতি বারের মতো এ বারের টুর্নামেন্টও তাঁর কাছে একই গুরুত্বের, বললেন তিনি।

টুর্নামেন্টের বল গড়ানোর আগেই কেকেআর থেকে ছিটকে গিয়েছেন শিবম মাভি, কমলেশ নাগারকোটি এবং নর্তিয়ে। টুর্নামেন্ট শুরুর আগেই বোলিং আক্রমণে রক্তাল্পতা কেকেআরের। কার্তিক অবশ্য বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে জানালেন, ‘‘টুর্নামেন্ট জিততে হলে পেস ও স্পিন বিভাগকে শক্তিশালী হতে হয়। খেলার বিভিন্ন পর্যায়ে একে অপরের পরিপূরক।’’

খুব একটা ভুল বলেননি নাইট-ক্যাপ্টেন। তাঁর হাতে যে রয়েছে সুনীল নারাইন, কুলদীপ যাদবের মতো স্পিনার। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন তাঁরাই।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন