IPL

ম্যাচ জিতে রাসেলকে কি জবাব দিলেন কার্তিক?

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পরে গুমোট ভাবটা কিছুটা কেটেছে নাইটদের ড্রেসিং রুমে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ২০:৫৯
Share:

কার্তিকের নেতৃত্ব নিয়ে উঠেছিল প্রশ্ন। ছবি: এএফপি।

টানা ম্যাচ হারতেই কেকেআর-এর অন্দরমহলে দীনেশ কার্তিকের নেতৃত্ব নিয়ে শুরু হয়েছিল প্রশ্ন। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে আন্দ্রে রাসেল সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ‘‘দলের অবস্থা ভাল নয়। ভুল সিদ্ধান্তের জন্য বেশ কয়েকটা ম্যাচ হারতে হয়েছে।’’

Advertisement

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পরে গুমোট ভাবটা কিছুটা কেটেছে নাইটদের ড্রেসিং রুমে। কিন্তু গত কয়েকদিন ধরে তাঁর নেতৃত্ব নিয়ে যে রকম চর্চা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কেকেআর অধিনায়ক বলেন, ‘‘এই পরিস্থিতিতে দলের ভিতরে কলহ হতেই পারে। একে অপরের সমালোচনায় মেতে উঠতে পারে। এই ধরনের পরিস্থিতির সঙ্গে আমি ওয়াকিবহাল।’’

দলের ভিতরে এমন ধরনের ঘটনা যাতে না ঘটে, সেদিকেই নজর কার্তিকের। নাইট নেতা বলছেন, ‘‘দিনের শেষে এটা খেলা ছাড়া আর কিছু নয়। প্রত্যেকে নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করছে। প্রত্যেককে হাসিখুশি থাকতে হবে। সবার সঙ্গে ভাল ব্যবহার করা দরকার।’’ কার্তিক কি রাসেলকে জবাব দিলেন? ক্রিকেটমহলে কিন্তু সেই চর্চাই হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement