IPL

নাইটদের তীব্র আক্রমণ, দলের সংস্কৃতি নিয়েই প্রশ্ন তুলে দিলেন গম্ভীর

২০১১ সাল থেকে নাইটদের নেতৃত্বে গম্ভীর। তাঁর হাতেই বদলে যায় দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০১৯ ১৬:৪৭
Share:

কেকেআর-এর হাল দেখে বিরক্ত গম্ভীর। —ফাইল চিত্র।

সাত-সাতটা বছর কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে ছিলেন তিনি। তাঁর অধিনায়কত্বে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা, তিন বার প্লে অফে পৌঁছেছিল কেকেআর।

Advertisement

দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন কেকেআর-এর অবস্থা দেখে প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীরের বুকে রক্তক্ষরণ। প্লে অফে দল পৌঁছবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তার উপরে সাজঘরের কথা বেরিয়ে পড়ছে সবার সামনে। অধিনায়ককে নিয়ে প্রশ্ন তুলছেন দলেরই সতীর্থ। সব দেখে শুনে গম্ভীর দুঃখিত। প্রকাশ্যেই তিনি পুরনো দলের সমালোচনা করেছেন। গম্ভীর বলেছেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। ক্রিকেটাররা এখন সবার সামনে মুখ খুলছে, দলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলছে। এটা মোটেও দলের পক্ষে ভাল পরিবেশ নয়।’’

প্রাক্তন নাইট অধিনায়ক বলেছেন, একটা দল হিসেবে নাইটদের তৈরি করতে অনেক সময় লেগেছিল তাঁর। প্রথম তিন বছর কেকেআর সাফল্যই পায়নি। ২০১১ সাল থেকে নাইটদের নেতৃত্বে গম্ভীর। তাঁর হাতেই বদলে যায় দল। গম্ভীর বলেন, ‘‘সাত বছর ধরে ঘাম-রক্ত ঝরিয়ে, অক্লান্ত পরিশ্রম করে দলের ভিতরে একটা সংস্কৃতি গড়ে তুলতে পেরেছিলাম।’’ গম্ভীরও দল ছেড়ে চলে গিয়েছেন, সেই সংস্কৃতিও ভেঙে গিয়েছে। নিজের হাতে তৈরি দলের এই অধঃপতন দেখে বিরক্ত গম্ভীর।

Advertisement

আরও খবর: আরসিবি-রাজস্থান ম্যাচ ভেস্তে যাওয়ায় কতটা লাভ হল নাইটদের?

আরও খবর: ফিল্ডিং করতে নেমে গেইল দিলেন গোল, দেখুন সেই ভিডিয়ো

লাগাতার হারের পরে দলের সমালোচনায় মেতে উঠেছিলেন রাসেলের মতো তারকা ক্রিকেটার। ইডেনে অনুষ্ঠিত মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে রাসেল প্রকাশ্যে দল নিয়ে বলেছিলেন, ‘‘দলের অবস্থা ভাল নয়। পরিবেশও স্বাস্থ্যকর নয়। আমি সত্যিই ভেঙে পড়েছি। ক্রিকেটার হিসেবে আমাদের প্যাশন রয়েছে, তাই বলে টিভির সামনে তা প্রকাশ করব না।’’ মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে অবশ্য দুরন্ত ভাবে ফিরে এসেছে কেকেআর। রাসেল-রথ চলেছে ইডেনে। টানা ছ’ম্যাচ পরে বহু আকাঙ্খিত জয় পেয়েছে কেকেআর। সমীকরণ কঠিন হলেও প্লে অফের আশা এখনও বেঁচে রয়েছে নাইটদের। পুরনো দলকে শুভেচ্ছা জানিয়ে গম্ভীর বলছেন, ‘‘আশা করি, সব ঠিক হয়ে যাবে। আমি চাই কেকেআর সেরা হিসেবে শেষ করুক।’’ বাকি দু’টি ম্যাচই এখন স্থির করবে কেকেআর-এর বাঁচা-মরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন