Advertisement
১৯ এপ্রিল ২০২৪
IPL 2019

ফিল্ডিং করতে নেমে গেইল দিলেন গোল, দেখুন সেই ভিডিয়ো

সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ২১২ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পঞ্জাব থেমে যায় ১৬৭ রানে। এই ম্যাচেই গেইল করে ফেলেন ভুল।

গেইলের ফিল্ডিং নিয়ে গ্যালারিতে হাসির ঝড়। ছবি: এপি।

গেইলের ফিল্ডিং নিয়ে গ্যালারিতে হাসির ঝড়। ছবি: এপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৪:৫৯
Share: Save:

ব্যাট হাতে বিধ্বংসী ক্রিস গেইল। কিন্তু, ফিল্ডিংয়ে তিনি মোটেও দক্ষ নন। তার প্রমাণ পাওয়া গেল সোমবারের কিংস ইলেভেন পঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে।

বাউন্ডারি বাঁচানোর জন্য মরিয়া হয়ে ছুটেছিলেন ক্যারিবিয়ান ওপেনার। বল তো বাঁচাতেই পারলেন না গেইল, উল্টে তাঁর পায়ে লেগে বল বাউন্ডারি লাইন অতিক্রম করে। মুখ ব্যাজার করে গেইল যখন আবার আগের জায়গায় ফিরলেন ফিল্ডিং করার জন্য, তখন গ্যালারিতে সবাই গেইলকে নিয়ে মজা করছেন। হাসি-ঠাট্টার ঝড় উঠেছে তাঁর ফিল্ডিং নিয়ে।

সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ২১২ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পঞ্জাব থেমে যায় ১৬৭ রানে। এই ম্যাচে আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান চার ওভারে ৬৬ রান দেন। হায়দরবাদের ইনিংসের ১৭ তম ওভারটি করতে আসেন মুজিবই। প্রথম বলটাই অফ স্টাম্পের বাইরে ফেলেছিলেন তিনি।

আরও খবর: আইপিএলে সৌরভ ছড়াচ্ছে দিল্লি, রহস্য ফাঁস করলেন মহারাজ

আরও খবর: কেমন অঙ্কে পাশ করলে প্লে-অফে যেতে পারবে নাইটরা

সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটের কাণায় লেগে বল শর্ট থার্ডম্যান বাউন্ডারির দিকে ছোটে। শর্ট থার্ডম্যান অঞ্চলে ফিল্ডিং করছিলেন গেইল। বলের পিছনে ধাওয়া করেন তিনি। বলটা নাগালের মধ্যেই ছিল গেইলের। তিনি ধরতেই পারতেন। কিন্তু, বলের কাছাকাছি পৌঁছনোর পরেও গেইল বল বাঁচাতে পারেননি। উল্টে তাঁর পায়ে লেগে বল বাউন্ডারি লাইন পেরিয়ে যায়।

গেইলের এমন অভিনব ফিল্ডিংয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা গেইলের ফিল্ডিং দেখে লিখেছেন, ‘‘ক্রিস গেইল তো লাথি মেরেই বাউন্ডারি দিয়ে ফেলল।’’ কেউ আবার লেখেন, ‘‘এই মাত্র দেখলাম গেইল ফিল্ডিং করতে নেমে গোল দিলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE