আইপিএলের ছোট নিলামে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে নিতে ২৫ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের পরিবর্ত হিসাবে গ্রিনকে দলে নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। অ্যাশেজ় সিরিজ়ে চেনা ফর্মে দেখা যাচ্ছে না গ্রিনকে। তা-ও কেন তাঁকে পেতে এত খরচ করা হল, জানিয়েছেন কেকেআর কোচ অভিষেক নায়ার।
২০২৬ সালের আইপিএলে কেকেআরের পরিকল্পনার কেন্দ্রে যাঁরা রয়েছেন, তাঁদের অন্যতম গ্রিন। সে জন্যই অজি অলরাউন্ডারকে পেতে নিলামে টাকার অঙ্ক নিয়ে ভাবেননি অভিষেক, বেঙ্কি মাইসোরেরা। এক সাক্ষাৎকারে কেকেআর কোচ বলেছেন, ‘‘ব্যাটিং অর্ডারের প্রথম তিনে খেলতে পারে গ্রিন। ও এমন এক জন ক্রিকেটার, যে আমাদের হয়ে আইপিএলে ৫০০ রান করতে পারে। ৫০০ রান করার ক্ষমতা গ্রিনের রয়েছে। এটা সকলেই জানে। ব্যাটিং অর্ডারের উপরের দিকে ও বেশ ভাল খেলে। তা ছাড়া গ্রিন আমাদের একাধিক সমস্যার সমাধান করতে পারে। তাই আমরা ওকে পেতে মরিয়া ছিলাম। তা ছাড়া, গত কয়েক বছর ধরে দেখছি, প্রথম তিন ব্যাটারের এক জন অন্তত ৪০০ রান করলে আমাদের ফল ভাল হচ্ছে। আশা করছি, গ্রিন আইপিএলে আমাদের হয়ে ভালই খেলবে।’’
আরও পড়ুন:
টি-টোয়েন্টি ক্রিকেটে গ্রিন ব্যাট হাতে ইনিংস ওপেনও করতে পারেন। তবে কেকেআর সম্ভবত তাঁকে ওপেনার হিসাবে ভাবছে না। তিন নম্বরে ব্যাট করানো হতে পারে গ্রিনকে। কারণ নতুন বলে আক্রমণ শুরুর ক্ষেত্রেও অজি অলরাউন্ডার তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের অন্যতম অস্ত্র।