নিলামে ২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ক্রিকেটারের সঙ্গে কাজ করতে মুখিয়ে কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন। স্বদেশি গ্রিনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। জানিয়েছেন, অতীতে গ্রিনের সঙ্গে চেষ্টা করেও কাজ করতে পারেননি। কেকেআর সেই সুযোগ করে দেওয়ায় তিনি আপ্লুত।
কেকেআরের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াটসন বলেছেন, “আমি বরাবরই ক্যামেরন গ্রিনের বড় সমর্থক। আমি হৃদয় থেকে একজন অলরাউন্ডার। তাই জানি সেরা অলরাউন্ডার হতে গেলে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়।”
ওয়াটসনের সংযোজন, “ক্যামেরন গ্রিনের সব কিছুই আমার খুব ভাল লাগে। যে ভাবে ব্যাটার এবং বোলার হিসাবে নিজের দক্ষতাকে ও কাজে লাগায় তা শেখার মতো।”
গ্রিনের উচ্চতা এবং দক্ষতার প্রশংসা করেছেন ওয়াটসন। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রিনকে আরও উন্নত করে তুলতে চান তিনি। ওয়াটসন বলেছেন, “গ্রিনের সঙ্গে কাজ করার জন্য একটা সুযোগ খুঁজছিলাম। অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। ওর সব রকম সাহায্যের জন্য আমি তৈরি। কিন্তু এত দিন সেই সুযোগ আমার কাছে আসেনি। এই সময়ের মধ্যেই ও নিজেকে বিশ্বের অন্যতম সেরা করে তুলেছে।”
ওয়াটসন আরও বলেন, “কেকেআরের সৌজন্যে ওর সঙ্গে কাজ করার সুযোগ পাব। এত দিন ধরে এত জনের সঙ্গে খেলে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা ভাগ করে নেব।”
আরও পড়ুন:
ওয়াটসনের মতে, গ্রিন কেকেআরের টপ অর্ডারেই ব্যাট করতে পারেন। তবে দরকারে মিডল অর্ডারেও তাঁকে পাঠানো হবে। ওয়াটসনের কথায়, “কেকেআরের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, তিন নম্বরে ব্যাট করার জন্য একজনকে দরকার। দরকারে ছয়ে বা সাতেও ব্যাট করতে পারে। অসাধারণ সব শট মারতে পারে ও। এ কারণেই ওর খেলায় বৈচিত্র রয়েছে। একই সঙ্গে বিশ্বমানের জোরে বোলার।”