টানা হারেও হতাশ নন কালিস

টানা তিন ম্যাচে দলের হার দেখেও ক্রিকেটারদের উপর থেকে আস্থা হারাননি কোচ জাক কালিস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ০৫:৩৬
Share:

মরিয়া: বিশ্রাম নিয়ে ঘুরে দাঁড়াবে দল, বিশ্বাস কালিসের। নিজস্ব চিত্র

টানা তিন ম্যাচ হারের যন্ত্রণা হয়তো সহ্য করতে পারেননি শাহরুখ খান। একেবারে নিঃশব্দে ইডেন ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন ‘বাজিগর’। প্রতিক্রিয়া নেওয়ার জন্য শাহরুখের কাছে পৌঁছনো মাত্রই বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন শাহরুখের নিরাপত্তারক্ষীরা। কেকেআরের হারের যন্ত্রণায় হয়তো সেই নিরাপত্তারক্ষীও মেজাজ হারিয়ে ফেলেছিলেন।

Advertisement

কিন্তু টানা তিন ম্যাচে দলের হার দেখেও ক্রিকেটারদের উপর থেকে আস্থা হারাননি কোচ জাক কালিস। রবিবার সাংবাদিক বৈঠকে এসে কোচ বলেন, ‘‘শেষ ছয় ম্যাচের মধ্যে চারটি জিততে হবে। আমরা একটি করে ম্যাচ ধরে এগোব। ছেলেরা জেতার জন্য মুখিয়ে রয়েছে। এই হার দলের স্পিরিটে কোনও প্রভাব ফেলবে না।’’

হঠাৎ কী হল, যে এ ভাবে হারতে শুরু করল দল? কালিসের উত্তর, ‘‘খুবই ছোট ছোট ভুল হচ্ছে। সেগুলো শুধরে নিতে পারলে আর কোনও অসুবিধা থাকবে না।’’

Advertisement

প্রত্যেক ম্যাচেই বল করতে এসে খোঁড়াচ্ছেন আন্দ্রে রাসেল। বুঝিয়ে দিচ্ছেন যে, তাঁর চোট এখনও সারেনি। কিন্তু কালিস যদিও বলে গেলেন, ‘‘রাসেলের চোট গুরুতর নয়। চার দিন হাতে সময় রয়েছে। এর মধ্যে সব ঠিক হয়ে যাবে।’’ গত ম্যাচে শুভমন গিল ওপেন করতে নেমে হাফসেঞ্চুরি করেছিলেন। কিন্তু এ দিন ফের তাঁকে নীচের দিকে নামানো হয়। কেন শুভমনের ব্যাটিং অর্ডার বদলানো হল? কালিস বলছিলেন, ‘‘শুভমন একমাত্র ব্যাটসম্যান যে সব জায়গায় ব্যাট করতে পারে। তা ছাড়া লিন আজ ওপেন করতে নেমে অসাধারণ ব্যাট করল। কিন্তু খারাপ সময়ে ও আউট হওয়ায় শেষ চার ওভারে আমাদের রানটা অনেক কম হয়ে গেল।’’

কেকেআর অধিনায়ক রান না পাওয়ায় অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দলকে। কিন্তু কালিস বলে গেলেন, ‘‘নিজের থেকেও কার্তিক দলের পারফরম্যান্স নিয়ে বেশি ভাবে। ও রান পাচ্ছে না ঠিকই। কিন্তু নেটে অসাধারণ ব্যাট করছে। আমার বিশ্বাস, ভবিষ্যতেও ও আমাদের জেতাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন