আইপিএলে সেরা বল রাবাডার ওই ইয়র্কার: সৌরভ

শনিবার নির্ধারিত ২০ ওভারে দু’দলের রান সমান হয়ে যাওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস তোলে ১০ রান। ১১ করলেই জয় আসবে এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স ব্যাট করতে পাঠিয়েছিল তাদের ছন্দে থাকা ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে। কিন্তু তৃতীয় বলেই রাবাডার ইনসুইং ইয়ার্কারে বোল্ড হয়ে যান রাসেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০৪:২২
Share:

চনমনে: নাইটদের হারিয়ে মোহালির পথে সৌরভ। টুইটার

ফিরোজ শাহ কোটলায় সুপার ওভারে আন্দ্রে রাসেলকে ইয়র্কারে বোল্ড করা কাগিসো রাবাডার বলটা এই আইপিএলের সেরা হতে চলেছে। বলছেন, দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

শনিবার নির্ধারিত ২০ ওভারে দু’দলের রান সমান হয়ে যাওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস তোলে ১০ রান। ১১ করলেই জয় আসবে এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স ব্যাট করতে পাঠিয়েছিল তাদের ছন্দে থাকা ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে। কিন্তু তৃতীয় বলেই রাবাডার ইনসুইং ইয়ার্কারে বোল্ড হয়ে যান রাসেল।

রাবাডার এই ইয়র্কার সম্পর্কেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ বলছেন, ‘‘সুপার ওভারে কাগিসো রাবাডার বল, বিশেষ করে রাসেলকে বোল্ড করার ইয়র্কার ডেলিভারিটা এ বারের আইপিএলের সেরা বল হতে চলেছে। বলটা অবিশ্বাস্য।’’

Advertisement

যাঁর ইয়র্কার নিয়ে সৌরভের এত প্রশংসা, সেই কাগিসো রাবাডার মতে, ওই সময় স্লোয়ার বা বাউন্সার দিলে তা ঝুঁকিপূর্ণ হতে পারত। তাই ইয়র্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার এই পেসারের কথায়, ‘‘স্লোয়ার বা বাউন্সার দিলে ওই সময় রাসেল মেরে দিতে পারত। তাই ইয়র্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’’ সঙ্গে যোগ করেন, ‘‘অতীতে চাপের মুখে কার্টলি অ্যামব্রোস, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসরা ইয়র্কার দিয়েই উইকেট তুলেছে। এখন যেমন মালিঙ্গা ও যশপ্রীত বুমরার অস্ত্র এই ইয়র্কার। এতে ব্যাটসম্যানরা অবাক হয়ে যায়। সে বল বুঝতে পারলেও ইয়র্কারের সামনে কিছু করতে পারে না। এ ক্ষেত্রেও সেটাই হয়েছে।’’

দিল্লির এই জয়ে সৌরভ বলেন, ‘‘এই জয়টা দরকার ছিল দিল্লির। গত মরসুমটা দিল্লির ভাল যায়নি। এ বারের দলটা তারুণ্যে ভরপুর। এই ধরনের নাটকীয় ম্যাচে জয়, দলের আত্মবিশ্বাসটাই অনেক উঁচুতে নিয়ে যাবে। প্রতিযোগিতায় এখনও অনেক খেলা বাকি। কিন্তু কেকেআরকে এ রকম টানটান উত্তেজনার মধ্যে হারানোটা সাধারণ ম্যাচ জয়ের আনন্দের চেয়েও অনেক বেশি।’’

ম্যাচে ৯৯ রান করে আউট হন দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ। মাত্র এক রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। পৃথ্বীর শতরান না পাওয়ার জন্য দুঃখপ্রকাশ করেন সৌরভ। তবে দিল্লির এই বঙ্গসন্তান উপদেষ্টা আশাবাদী আগামী দিনে অনেক শতরান করবে পৃথ্বী। সৌরভের কথায়, ‘‘পৃথ্বীর দুর্ভাগ্য যে ৯৯ রানে আউট হয়ে ওকে ফিরতে হল। মাত্র এক রানের জন্য শতরান না পাওয়ায় ওর জন্য খারাপ লাগছে। কিন্তু আগামী দিনে আইপিএল-সহ ক্রিকেটের সব ফর্ম্যাটেই প্রচুর শতরান করবে ছেলেটা।’’

সৌরভের কাছে জানতে চাওয়া হয়েছিল, পৃথ্বীকে তিনি কোনও পরামর্শ দিয়েছেন কি না। জবাবে প্রাক্তন ভারত অধিনায়ক বলে দেন, ‘‘যখন পৃথ্বী এত ভাল খেলছে, তখন ওকে বেশি কিছু বলার দরকার নেই। ওর হাতে ভাল শট রয়েছে। ওকে এটাই বলা যেতে পারে, মাঠে নেমে ম্যাচটা শেষ করে দিয়ে এসো।’’

তাঁর নিজের দলের এ বারের আইপিএল-ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হলে সৌরভ বলেন, ‘‘দলে প্রথম সারির ভারতীয় ব্যাটসম্যানরা রয়েছে। শিখর ধওয়ন, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ। এদের মধ্যে কেউ ভারতীয় দলের হয়ে চুটিয়ে খেলছে। কেউ বা জাতীয় দলের হয়ে খেলার জন্য নির্বাচকদের দরজায় কড়া নাড়ছে। এর মধ্যে হনুমা বিহারী ঢুকবে। সঙ্গে কলিন ইনগ্রাম রয়েছে। মন্থর বা ঘূর্ণি পিচ হলে এই ব্যাটসম্যানরা চমক দেখাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন