Shubman Gill

নাইটদের জেতাল ছেলের ব্যাট, গ্যালারিতে উদ্দাম ভাঙরা, দেখুন ভিডিয়ো

ছেলে মাঠে ঝড় তুলছেন ব্যাটিংয়ে আর গ্যালারিতে বাবা ভাঙড়ার তালে নাচছেন। এমন দৃশ্যেরও সাক্ষী রইল আইপিএল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ১৬:০৩
Share:

শুভমন গিলের বাবা লখবিন্দর সিংহ। ছবি সৌজন্যে টুইটার।

ছেলে মাঠে ঝড় তুলছেন ব্যাটিংয়ে আর গ্যালারিতে বাবা ভাঙড়ার তালে উদ্দাম নাচছেন। এমন দৃশ্যেরও সাক্ষী রইল আইপিএল।

Advertisement

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচে মোহালিতে ঘরের মাঠে দুর্দান্ত ব্যাটিং করলেন কেকেআর তারকা শুভমন গিল। আর ছেলের সাফল্য দেখেই গ্যালারিতে তুমুল নেচে উচ্ছ্বাস প্রকাশ করলেন বাবা লখবিন্দর সিংহ। ভাইরাল হল সেই নাচের ভিডিয়ো।

ক্রিস লিনের সঙ্গে ওপেন করতে নামিয়ে দেওয়া হয়েছিল পঞ্জাবের ভূমিপুত্র শুভমন গিলকে।

Advertisement

আরও পড়ুন: একটিমাত্র ম্যাচ খেলেই আইপিএলকে বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক এই তারকারা​

অধিনায়কের সেই আস্থাকে সম্মান জানিয়ে ৪৯ বলে অপরাজিত ৬৫ রান করলেন শুভমন। শুধু তাই নয়, ছিনিয়ে আনলেন জয়ও।

ম্যাচের পর শুভমন বাবাকে বলেন, ‘তুমি প্রচুর সেলিব্রেট করেছ আমি হাফ সেঞ্চুরি করার পরেই?’ শুভমনের বাবা এ উত্তরে বলেন, ঘরের মাঠে শুভমন এত ভাল খেলেছেন, তাই ভাঙরা নেচেছেন তিনি। এই উত্তরের পরই শুভমনের মাকেও হাসতে দেখা যায়। সেই ভিডিয়োটিও প্রকাশ্যে আসছে।

ছেলে শুভমনের সাফল্যে উচ্ছ্বসিত বাবা-মা। ছবি: টুইটার থেকে নেওয়া।

গিলের বাবার এই উচ্ছ্বাস খেয়াল করেছিলেন কিং খানও। দীনেশ কার্তিকের দলকে অভিনন্দন জানিয়ে শুভমনের বাবার উল্লসিত ছবি-সহ তাঁর টুইট, ‘‘অভিনন্দন নাইট রাইডার্স ও দীনেশ কার্তিক। তোমাদের জিততে গেলে যে ভাবে খেলতে হত, আজ সে ভাবেই খেললে। তবে আজকের রাতটা ‘পাপা’র! গর্বিত ‘পাপা’ ও তাঁর পরিবারের জন্য থ্রি চিয়ার্স।’

আজ ওয়াংখেড়েতে মুম্বইয়ের মুখোমুখি হচ্ছে নাইট রাইডার্স। ফের শুভমনের ম্যাজিকের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন: জিতলেই প্লে অফ, মুম্বই ম্যাচে দলে কি একটি পরিবর্তন করছে কেকেআর?

পঞ্জাবে খেলতে এসে নিজেদের খামারবাড়িতে গোটা দলকে ম্যাচের আগে পার্টি দিয়েছিল শুভমনের পরিবার। শুক্রবার শুভমনের খেলা দেখতে তাঁর মা-বাবা-সহ গোটা পরিবার মাঠে উপস্থিত ছিলেন। মাঠে হাজির ছিলেন তাঁর গ্রামের লোকেরাও। তাঁদের সামনে পাঁচটি চার ও দু’টি ছক্কা-সহ রাজকীয় এই ৬৫ রানের ইনিংস খেলে খুশি শুভমনও।

আরও পড়ুন: মুম্বইয়ে জন্মানো ইঞ্জিনিয়ারিং ড্রপ আউট এই পেসার মুম্বইয়ের বিরুদ্ধে আজ নাইটদের বড় ভরসা​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন