Yuvraj Singh

৩৭-এ যুবরাজ কেন মুম্বই ইন্ডিয়ান্সের দলে, ব্যাখ্যা দিলেন জাহির

এ বারের আইপিএলের নিলামে অবিক্রিত থাকার পথে চলেছিলেন যুবি। কেরিয়ারে প্রথমবার আইপিএল নিলামে কোনও দল তাঁকে নিতে আগ্রহী দেখাচ্ছিল না। শেষ মুহূর্তে এক কোটি টাকায় তাঁকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ১৩:০৪
Share:

মুম্বই ইন্ডিয়ান্সের নেটে স্পিনার যুবরাজ। ছবি টুইটারের সৌজন্যে।

গতবারের আইপিএলে মিডল অর্ডারের ব্যর্থতা ভুগিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। এ বারের আইপিএলে তাই মিডল অর্ডারকে শক্তপোক্ত করাই ছিল লক্ষ্য। আর সেই কারণেই যুবরাজ সিংকে নেওয়া হয়েছে বলে জানিয়ে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অব অপারেশনস জাহির খান।

Advertisement

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জেতার নেপথ্যে বড় অবদান ছিল যুবরাজ সিংয়ের। তিনিই ছিলেন বিশ্বকাপের সেরা ক্রিকেটার। কিন্তু এ বারের আইপিএলের নিলামে অবিক্রিত থাকার পথে চলেছিলেন যুবি। কেরিয়ারে প্রথমবার আইপিএল নিলামে কোনও দল তাঁকে নিতে আগ্রহী দেখাচ্ছিল না। শেষ মুহূর্তে এক কোটি টাকায় তাঁকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ৩৭ বছর বয়সী তারকাকে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি নেওয়ায় তা নিয়ে চাঞ্চল্যও দেখা যায় সেই সময়।

আইপিএল নিয়ে খেলুন কুইজ

Advertisement

কেন নেওয়া হল যুবিকে, ব্যাখ্যা দিয়ে জাহির খান বলেছেন, “ম্যাচ-জেতানোর ক্ষমতা ধরে যুবরাজ। ওর অন্তর্ভুক্তি তাই আমাদের শক্তি বাড়াচ্ছে। নিলামের আগে আমাদের মনে হয়েছিল মাঝের ওভারগুলোয় খেলার উপর নিয়ন্ত্রণের জন্য অভিজ্ঞ কোন ব্যাটসম্যান দরকার। রোহিত শর্মা ওপেন করার সিদ্ধান্ত নিয়েছে। মিডল অর্ডারে তাই যুবরাজের থেকে ভাল কাউকে পাওয়া সম্ভব ছিল না।” তিন বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স রবিবার ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করছে।

আরও পড়ুন: যোগ্য হিসেবেই আরসিবি-র নেতৃত্বে বিরাট, গম্ভীরের উল্টো সুরে মন্তব্য সৌরভের​

আরও পড়ুন: নেটে ১৬ বছর বয়সী বাংলার প্রয়াসের লেগস্পিনে মুগ্ধ আরসিবি-র চহাল

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন