বুমরা সুস্থ, জানিয়ে দিল মুম্বই

যশপ্রীত বুমরাকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। সোমবার এক বিবৃতিতে তা জানিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০৪:৩৭
Share:

জসপ্রীত বুমরা। ছবি: এএফপি।

যশপ্রীত বুমরাকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। সোমবার এক বিবৃতিতে তা জানিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

রবিবার ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে বাঁ কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান এই ভারতীয় পেসার। ঋষভের জোরাল শট আটকানোর সময় আচমকা বল তাঁর বাঁ কাঁধে আঘাত করে। মাঠেই পড়ে যান তিনি। কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে তখনই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের সময়ে তিনি ছিলেন অনুপস্থিত। সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে, বিশ্বকাপের আগে বুমরার এই চোট কতটা গুরুতর।

সোমবার মুম্বই ইন্ডিয়ান্স সূত্রে জানানো হয়েছে, আগের চেয়ে বুমরা অনেকটাই ভাল রয়েছেন। বাঁ হাত ঘোরাতেও পারছেন। কোনও ব্যথা অনুভব করছেন না। মুম্বই ইন্ডিয়ান্স দলের ফিজিয়ো নীতিন পটেল কড়া পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। আগামী বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পরের ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচে বুমরা খেলেন কি না, সেটাই এখন দেখার।

Advertisement

এ দিকে, রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পরে ময়নাতদন্তে বসেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, ‘‘ঘরের মাঠে প্রথম ম্যাচের একটা বিশেষ একটা চাপ থাকে। তা ছাড়া আমাদের দলে এ বার বেশ কিছু নতুন মুখ এসেছে। ফলে আমরা পরিস্থিতির সঙ্গে ঠিক মতো মানিয়ে নিতে পারিনি। বোলিংয়ের সময় প্রথম দশ ওভারের পরেই আমাদের ছন্দ হারিয়ে যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন