CIL Recruitment 2026

কাজের প্রশিক্ষণ দেবে খোদ কোল ইন্ডিয়া লিমিটেড, কোন শর্তে কারা কেন্দ্রীয় সংস্থার এই সুযোগ পাবেন?

কেন্দ্রীয় সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। কারা কেমন ভাবে এই প্রশিক্ষণের সুযোগ পাবেন জেনে নেওয়া যাক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৩
Share:

কোল ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি পদে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট-রা (সিএমএ) এই বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাবেন। এই প্রশিক্ষণে মোট আসন সংখ্যা ১২৫টি।

Advertisement

কোল ইন্ডিয়া লিমিটেড ছাড়াও এই সংস্থার শাখা ভারত কোকিং কোল লিমিটেড, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড, নর্দান কোলফিল্ডস লিমিটেড, ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেড-এও প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ নিতে আগ্রহীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউট্যান্টস অফ ইন্ডিয়া, দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস-এর ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাঁদের প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে।

Advertisement

বাছাই করা প্রার্থীরা ১৫ মাস পর্যন্ত প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন তাঁদের প্রতি মাসে সাম্মানিক হিসাবে ২২,০০০ টাকা করে দেওয়া হবে। তবে, প্রশিক্ষণের পর কোল ইন্ডিয়া লিমিটেড কিংবা অন্য কোনও দফতরে তাঁরা স্থায়ী কিংবা অস্থায়ী পদে চাকরি পাবেন না।

প্রশিক্ষণ নিতে আগ্রহীদের অনলাইনে কোল ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য পোর্টাল ২৬ ডিসেম্বর, ২০২৫ থেকে ১৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত চালু থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement