মাঁকড়ীয় ভঙ্গি নিয়ে অশ্বিনের অনুশোচনা নেই

চলতি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে তাঁকে মাকড়ীয় আউট করেছিলেন আর অশ্বিন। সেই সময়ে ক্রিকেটবিশ্ব এই ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানালেও নীরব ছিলেন বাটলার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ০৫:২১
Share:

চর্চায়: মাঁকড়ীয় আউট নিয়ে নিজের অবস্থানে অনড় অশ্বিন। ফাইল চিত্র

মাঁকড়ীয় আউট নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ইংল্যান্ড তারকা জস বাটলার। রাজস্থান রয়্যালস ক্রিকেটার জানিয়ে দিলেন, এই আইন নিয়ে আরও বিশদে পর্যালোচনার প্রয়োজন। যদিও যাঁকে কেন্দ্র করে ফের মাঁকড়ীয় আউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই আর অশ্বিন জানিয়ে দিয়েছেন, তিনি আদৌ অনুতপ্ত নন।

Advertisement

চলতি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে তাঁকে মাকড়ীয় আউট করেছিলেন আর অশ্বিন। সেই সময়ে ক্রিকেটবিশ্ব এই ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানালেও নীরব ছিলেন বাটলার। বৃহস্পতিবার ইংল্যান্ডের সংবাদমাধ্যমে সেই প্রসঙ্গে বাটলার বলেছেন, ‘‘সত্যি বলতে, ওই আউটটা মন থেকে এখনও মানতে পারিনি। এ ভাবে আউট হওয়াটা স্বাস্থ্যকর নয়।’’ সেখানেই না থেমে বাটলার আরও বলেছেন, ‘‘ওই ঘটনার পরের দু’টি ম্যাচে আমাকে পপিং ক্রিজের মধ্যে থাকা নিয়ে এতটাই সতর্ক থাকতে হয়েছিল যে, ভাল ভাবে খেলতেই পারিনি। মনঃসংযোগ ব্যাহত হয়েছে প্রতি মুহূর্তে।’’ বাটলারের দাবি, ‘‘হতে পারে ক্রিকেটীয় আইনের মধ্যেই মাঁকড়ীয় আউট পড়ে, কিন্তু যদি ওই ম্যাচের ভিডিয়ো ফুটেজ লক্ষ্য করা যায় তা হলে দেখা যাবে, আমি ভুল সিদ্ধান্তে আউট হয়েছি। কারণ যে সময়ে অশ্বিন বলটা ছাড়ছিল, তখন কিন্তু আমি উইকেটের মধ্যে ছিলাম।’’ ইংল্যান্ড ক্রিকেটারের অভিমত, মাঁকড়ীয় আউট প্রয়োগ নিয়ে আরও বেশি মাত্রায় পর্যালোচনার দরকার, কারণ এ ধরনের আউট ক্রিকেটীয় স্পিরিটের সঙ্গে খাপ খায় না।

সম্প্রতি ইংল্যান্ডের জোরে বোলার জেমস অ্যান্ডারসনও আপত্তি জানিয়েছেন অশ্বিনের মাঁকড়ীয় আউটকে। তাঁর বক্তব্য, এ ধরনের আউট ক্রিকেটীয় আদর্শের পরিপন্থী। যদিও সেই বক্তব্যকে খারিজ করে দিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘‘আজ যে কারণে অ্যান্ডারসন আমার সমালোচনা করছে, হয়তো আগামীকাল ও-ও সে ভাবেই কোনও ব্যাটসম্যানকে আউট করবে। ফলে প্রশ্নটা ক্রিকেটীয় আদর্শের মধ্যে সীমাবদ্ধ রাখা অপ্রয়োজনীয়। আমি আবারও বলছি, ক্রিকেটীয় আইনের মধ্যে দাঁড়িয়ে আমি বাটলারকে আউট করেছিলাম। তা নিয়ে আমার মধ্যে কোনও অনুশোচনা নেই।’’ কিংস ইলেভেন পঞ্জাব দলের অধিনায়ক আরও বলেছেন, ‘‘সকলেই আমাকে জানেন। সকলেই জানেন, আমি অবৈধ কোনও কাজকে প্রশ্রয় দিই না। অনেক প্রাক্তন ক্রিকেটার কিন্তু আমার পাশেও দাঁড়িয়েছেন। ফলে কী করে বলতে পারি ভুল করেছি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন