Shane Warne

আইপিএলের সেরা প্লেয়ার কে হবেন? ওয়ার্ন বললেন …

চলতি মাসের ২৫ তারিখ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে রাজস্থান রয়্যালস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ১৭:২৩
Share:

আইপিএল নিয়ে ভবিষ্যদ্বাণী ওয়ার্নের। —ফাইল ছবি।

এগিয়ে আসছে এ বারের আইপিএল। মাঠে বল গড়ানোর আগেই ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। এ বারের আইপিএলের সেরা প্লেয়ার হবেন সঞ্জু স্যামসন। আর কে জিতবে আইপিএল? ওয়ার্ন জানিয়েছেন, রাজস্থান রয়্যালসই জিতবে এ বারের টুর্নামেন্ট।

Advertisement

বেশ কয়েক বছর ধরেই স্যামসনের প্রশংসা করে চলেছেন ওয়ার্ন। ৮১টি ম্যাচ থেকে ১,৮৬৭ রান করেছেন সঞ্জু। আইপিএলে তাঁর সর্বোচ্চ রান ১০২। দশটি হাফ সেঞ্চুরিরও মালিক তিনি। স্যামসনের উপরে অগাধ আস্থা ওয়ার্নের।

আইপিএল নিয়ে খেলুন কুইজ

Advertisement

চলতি মাসের ২৫ তারিখ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে রাজস্থান রয়্যালস। ওয়ার্ন তাঁর পুরনো দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে মুম্বইয়ে এসেছেন। তাঁর নেতৃত্বেই ২০০৮ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।

আরও পড়ুন: ‘দলে তো আর ১১জন বিরাট কোহালি থাকা সম্ভব নয়’

ইনস্টাগ্রামে ওয়ার্ন লিখেছেন, “আমাদের প্রথম ম্যাচের আগে এখনও প্রায় দু’সপ্তাহ সময় বাকি। যা দল আমাদের তাতে এ বারের আইপিএল জেতার ব্যাপারে আমরাই ফেভারিট। আমার মনে হয় সঞ্জু স্যামসনই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে।” ওয়ার্নের ভবিষ্যদ্বাণী কি মিলবে? সেটাই এখন দেখার।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement