শ্রেয়সকে কৃতিত্ব ধওয়নের

ফিরোজ শাহ কোটলায় চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের। আর জয়ের অন্যতম কাণ্ডারি শিখর ধওয়ন জানিয়ে দিলেন, প্লে অফ নিজেদের জায়গা নিশ্চিত করতে এই জয় খুব গুরুত্বপূর্ণ ছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ০২:৪৭
Share:

ফিরোজ শাহ কোটলায় চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের। আর জয়ের অন্যতম কাণ্ডারি শিখর ধওয়ন জানিয়ে দিলেন, প্লে অফ নিজেদের জায়গা নিশ্চিত করতে এই জয় খুব গুরুত্বপূর্ণ ছিল।

Advertisement

শনিবার ম্যাচের পরে ধওয়ন বলেছেন, ‘‘কোয়ালিফায়ার্সে খেলা নিশ্চিত করার জন্য এই জয়টার খুবই প্রয়োজন ছিল। তবে আমি মনে করি, এখনও অনেক জায়গায় ফাঁক রয়েছে। খুব দ্রুত সেই ঘাটতি পূরণ করে ফেলতে হবে। আমাদের দল আরও ভাল ক্রিকেট খেলতে পারে।’’

ধওয়ন মনে করছেন, প্রথম ছয় ওভারেই তাঁরা ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে ফেলেছিলেন। তাঁর মন্তব্য, ‘‘ব্যাট করতে যাওয়ার সময়ে আমি ঠিক করে নিয়েছিলাম, খেলার স্টাইলে পরিবর্তন করতেই হবে। এই ধরনের মন্থর উইকেটে প্রথম ছয় ওভারকে ঠিক মতো কাজে লাগাতে পারলে জয় অনেক সহজ হয়ে যায়। পরের দিকে শ্রেয়স দারুণ ইনিংস খেলে জয় নিশ্চিত করেছে। অসাধারণ ব্যাটিং করেছে।’’ সেখানেই না থেমে ভারতীয় দলের ওপেনার বলেছেন, ‘‘মাঝের দিকেও যাতে স্কোরবোর্ড সচল থাকে, সে দিকে বেশি নজর রেখেছিলাম। বারবার করে আমি এবং শ্রেয়স কথা বলে নিচ্ছিলাম। একজিন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আণরা জানতাম, কোনও অবস্থাতেই আর উইকেট হারানো যাবে না।’’

Advertisement

ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার বলেছেন, ‘‘শিখরের সঙ্গে ব্যাট করার আলাদা মজা রয়েছে। কোনও চাপ অনুভব করি না। আমাদের জুটিতে তোলা ৯২২ রানই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। পরের ম্যাচগুলিতে আমাদের এই ছন্দ ধরে রাখতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন