IPL

আইপিএলে সৌরভ ছড়াচ্ছে দিল্লি, রহস্য ফাঁস করলেন মহারাজ

দিল্লির এই দারুণ পরিবর্তনের কারণ কী? পৃথ্বী শ থেকে শিখর ধওয়ন প্রাক্তন ভারত অধিনায়ক ও রিকি পন্টিংকে কৃতিত্ব দিচ্ছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৩:২২
Share:

দিল্লি ক্যাপিটালসের সাফল্যের কারণ জানালেন উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: পিটিআই।

সাত বছর অপেক্ষার পর আইপিএলের প্লে-অফে পৌঁছেছে দিল্লি ক্যাপিটালস। দলের পরামর্শদাতা সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, দিল্লির স্বপ্নের দৌড় অব্যাহত থাকবে বাকি ম্যাচগুলোতেও।

Advertisement

দিল্লির এই দারুণ পরিবর্তনের কারণ কী? পৃথ্বী শ থেকে শিখর ধওয়ন প্রাক্তন ভারত অধিনায়ক ও রিকি পন্টিংকে কৃতিত্ব দিচ্ছেন। সৌরভ অবশ্য বলছেন, দলের সাফল্যের পিছনে রয়েছে দলের ভারসাম্য, হারের পরেও দলে পরিবর্তন না আনা। একই দল ধরে রাখায় সাফল্য পাচ্ছে দিল্লি ক্যাপিটালস। সৌরভ বলছেন, ‘‘কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হারের পরে দল পরিবর্তন করা হয়নি। যারা প্রমাণিত তাদের উপরেই ভরসা রাখা হয়েছিল। এই দলটা আমাদের গর্বিত করেছে।’’

এ বার দিল্লিতে তরুণ ক্রিকেটারের সংখ্যাধিক্য। আইপিএলের শুরুতে অনেকেই বলেছিলেন, অনভিজ্ঞ দল দিল্লি ক্যাপিটালস। সৌরভ কিন্তু তা মনে করেন না। তিনি বলেছেন, ‘‘দলে অভিজ্ঞতার অভাব রয়েছে বলে আমি মনে করি না। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে তৈরি দল। শিখর ধওয়নের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে দলে পাওয়ায় সুবিধাই হয়েছে। ধওয়ন দুর্দান্ত খেলছেন। ওঁর ফর্মে থাকা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’’

Advertisement

আরও পড়ুন: কেমন অঙ্কে পাশ করলে প্লে-অফে যেতে পারবে নাইটরা

আরও পড়ুন: ‘তুমি যখন ছক্কা হাঁকাচ্ছিলে তখন আমার...’ রাসেলকে বললেন জেসিম

কাগিসো রাবাডা আইপিএলে আগুনে বোলিং করছেন। ফিরোজ শাহ কোটলায় কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। রাবাডার ইয়র্কারে আন্দ্রে রাসেলের স্টাম্প গড়াগড়ি খেয়েছিল মাটিতে। ম্যাচ জিততে পারেনি নাইটরা। সৌরভ তার পরেই বলেছিলেন, রাবাডার ইয়র্কারটাই আইপিএলের সেরা ডেলিভারি। চলতি আইপিএলে ২৫টি উইকেট নেওয়া হয়ে গিয়েছে রাবাডার। তাঁর প্রশংসা করে সৌরভ বলছেন,‘‘ব্যাটসম্যানরাই যে কেবল পারফর্ম করছে তা নয়, বোলাররাও দারুণ বোলিং করছেন। রাবাডা তো এককথায় দুরন্ত। অন্যান্য বোলাররাও বেশ ভাল। অক্ষর পটেলও সব বিভাগে অবদান রাখছে।’’

সব মিলিয়ে দিল্লি এখন মেঘের উপর দিয়ে হাঁটছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement