IPL

বিতর্ক সরিয়ে দিল্লির ডাগ আউটে সৌরভ

দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হিসেবে যোগ দেওয়ার পরে তিন সমর্থক সৌরভকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ১৬:৪৪
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায় থাকছেন ইডেনে। দিল্লির ডাগ আউটে দাদা।—ফাইল চিত্র।

শুক্রবার বাংলা ভাগ হওয়ার সেই ম্যাচ। ঘরের ফ্র্যাঞ্চাইসি না ঘরের ছেলে— কার হয়ে গলা ফাটাবে কলকাতা? এই প্রশ্নই ঘোরাফেরা করছে শহরের ক্রিকেটমহলে।

Advertisement

এর মধ্যেই খবর, শুক্রবারের কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে দিল্লির ডাগ আউটে বসতে সমস্যা নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘‘দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে বসতে কোনও বাধা নেই সৌরভের। যদিও স্বার্থের সংঘাত নিয়ে শেষ কথা বলবেন ওম্বুডসম্যান।’’ গত কয়েকদিন ধরে সৌরভকে নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। স্বার্থের সংঘাতের প্রশ্নে নাইটদের বিরুদ্ধে শেষমেশ কি দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে বসতে পারবেন ভারতের প্রাক্তন অধিনায়ক? এ নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছিল। হঠাৎ প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল কেন?

দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হিসেবে যোগ দেওয়ার পরে তিন সমর্থক সৌরভকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মহারাজ এখন সিএবি প্রেসিডেন্ট। আবার দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা। তাহলে এই দু’টি বিষয়ে কি স্বার্থের সংঘাত হচ্ছে না?

Advertisement

আরও পড়ুন: শরীর নিংড়ে নিচ্ছে আইপিএল, বিমানন্দরের মাটিতে ক্লান্ত ধোনির ঘুমের ছবি তুলছে প্রশ্ন

আরও পড়ুন: টালির বাড়ি, টিভি নেই, নিজের নিলামও দেখতে পাননি আইপিএল খেলা রাজস্থানের শ্রমিকের ছেলে

এই প্রশ্নই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে করেছিলেন ওই তিন ভক্ত। বোর্ডের ওম্বুডসম্যান ডিকে জৈন বিষয়টি জানতে চান সৌরভের কাছে। সিএবি প্রেসিডেন্ট চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন জৈনকে। সৌরভ জানান, এখানে স্বার্থের সংঘাত হচ্ছে না। সংবাদসংস্থার খবর অনুযায়ী, সৌরভ চিঠিতে লিখেছেন, এ ক্ষেত্রে সরাসরি বা পরোক্ষভাবে কোনও স্বার্থ জড়িত নেই। আইপিএল কমিটির সঙ্গেও জড়িত নন তিনি। সৌরভ জানিয়েছেন, কেকেআর রেড চিলিজ এন্টারটেনমেন্টের অংশ। তিনি এই সংস্থার শেয়ারহোল্ডার নন, ডিরেক্টরও নন। ডিকে জৈন অবশ্য এই ইস্যুতে রায় দেওয়ার আগে সৌরভের সঙ্গে কথা বলতে চান। বোর্ডেরও এক অংশের বক্তব্য, সৌরভ একই সঙ্গে দুটো কাজ করতে পারেন। স্বার্থের সংঘাত এ ক্ষেত্রে হচ্ছে না।

এর আগে ২০১২ সালের ৫ মে কেকেআর বনাম পুনে ওয়ারিয়র্স ম্যাচে ‘বঙ্গভঙ্গ’ হয়েছিল। সৌরভ অবশ্য এখন আর ব্যাট হাতে মাঠে ঝড় তোলেন না। পুরোদস্তুর প্রশাসনে এসে গিয়েছেন তিনি। এ বারের আইপিএলে দিল্লির পরামর্শদাতা হিসেবে কাজ করছেন তিনি। দিল্লির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে সুপার ওভারে হার মেনেছে কেকেআর। ইডেনে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে নাইটদের সামনে। শুক্রবারের ধুন্ধুমার নিয়ে পারদ চড়তে শুরু করে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন