ধওয়নদের থেকে আজ সেরা ক্রিকেট দেখতে চান শ্রেয়স

শ্রেয়স বলেছেন, ‘‘গ্রুপ পর্বে আমরা হায়দরাবাদে ম্যাচ জিতেছিলাম। ওরা পাল্টা দিল্লিতে এসে আমাদের হারিয়ে গিয়েছিল। কাজেই সানরাইজার্সকে খাটো নজরে দেখার প্রশ্নই ওঠে না।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ০৪:৩৯
Share:

দর্শন: অক্ষয় তৃতীয়ার আরতি দেখতে সৌরভ-ধওয়ন। টুইটার

গ্রুপ পর্বে দুই দলের দ্বৈরথের ফল ছিল ১-১। আজ, বুধবার বিশাখাপত্তনমে এলিমিনেটর পর্বে ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টোহীন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পাল্লা কি সামান্য হলেও ভারী নয় দিল্লি ক্যাপিটালস শিবিরের?

Advertisement

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনই প্রশ্ন উড়ে এসেছিল শ্রেয়স আইয়ারের দিকে। সপাটে বল গ্যালারিতে পাঠিয়ে দেওয়ার ভঙ্গিতে দিল্লি দলের অধিনায়ক বলে দেন, ‘‘আমাদের দলেও তো কাগিসো রাবাডার মতো তারকা নেই। তা হলে আমরা কোথায় এগিয়ে রইলাম?’’

সঙ্গে যোগ করেন, ‘‘দুই দলেই বেশ কিছু তারকা ক্রিকেটার নেই। ফলে দলীয় ভারসাম্যে কোনও ফারাক নেই। আমি বরং মনে করি, লড়াইটা হবে সমানে সমানে।’’ এই ম্যাচে যারা জিতবে, তাদের খেলতে হবে ধোনিদের বিরুদ্ধে।

Advertisement

আরও পড়ুন: হারের হ্যাটট্রিক, মুম্বইয়ের বিরুদ্ধে বার বার কেন আটকে যাচ্ছেন ধোনিরা?

সেখানেই থামেননি দিল্লি দলের অধিনায়ক। শ্রেয়স বলেছেন, ‘‘গ্রুপ পর্বে আমরা হায়দরাবাদে ম্যাচ জিতেছিলাম। ওরা পাল্টা দিল্লিতে এসে আমাদের হারিয়ে গিয়েছিল। কাজেই সানরাইজার্সকে খাটো নজরে দেখার প্রশ্নই ওঠে না।’’ যোগ করেছেন, ‘‘আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, হায়দরাবাদে ম্যাচটা জিতে আমরা অনেক ইতিবাচক শিক্ষা নিয়েছিলাম। সেটাকে কাজে লাগাতে হবে। তবে আবারও বলছি, এই ম্যাচ খুবই কঠিন হতে চলেছে। যারা নেই, তাদের নিয়ে এই পরিস্থিতে দাঁড়িয়ে আলোচনা করা অর্থহীন।’’

গ্রুপ পর্বে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট। ২০১২ সালের পর আবার দল প্লে-অফে। তাদের সামনে ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়। বিশেষজ্ঞরা পর্যন্ত বলছেন, আমূল বদলে যাওয়া এই দিল্লি চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। শ্রেয়স বলেছেন, ‘‘আমাদের মূল শক্তি দলীয় সংহতি। কোনও সময়েই আমরা নেতিবাচক ভাবনাকে প্রশ্রয় দিইনি। সকলে মিলে চেষ্টা করেছি নিখুঁত ক্রিকেট খেলার। বুধবারের ম্যাচেও সেই দৃষ্টিভঙ্গি নিয়েই খেলব।’’

গত রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে কলকাতা নাইট রাইডার্সের হারের পরেই প্লে-অফে খেলার সুযোগ চলে আসে সানরাইজার্স হায়দরাবাদের সামনে। অনেকেই যাকে ‘ভাগ্যের সহায়তা’ বলে চিহ্নিত করছেন। যদিও শ্রেয়স তা নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছেন না। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় না, এই ব্যাপার নিয়ে চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে। আইপিএল এমনই এক মজার প্রতিযোগিতা, যেখানে যে কোনও দল শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে সমস্ত সম্ভাবনাকে ভ্রান্ত প্রমাণ করে। অতীতেও আমরা দেখেছি, পয়েন্ট টেবলের শীর্ষে থাকা দল শেষ পর্যন্ত ট্রফিই জিততে পারেনি। ফলে আমরা নিজেদের দল নিয়েই ভাবতে চাই।’’ সেখানেই না থেমে শ্রেয়স আরও বলেছেন, ‘‘প্রতিযোগিতা শুরুর আগে কেউ তো কল্পনাই করতে পারেননি যে, দিল্লি ক্যাপিটালস প্লে-অফে উঠবে। কিন্তু আমরা তাঁদের অনুমানকে ভুল প্রমাণ করেছি। ফলে সমস্ত ধরনের সম্ভাবনার কথা মাথায় রেখেই সেরা ক্রিকেট খেলতে হবে। নিজেদের ক্রিকেট-দর্শনে যদি স্বচ্ছতা থাকে, তা হলে সাফল্য পাবই।’’

বুধবার দলের রণকৌশল কি হতে চলেছে? শ্রেয়স বলেছেন, ‘‘আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আইপিএল অভিযান শুরু করেছিলাম। সেটাই ধরে রাখতে চাই। ভাবনায় পরিবর্তন আনার দরকার নেই।’’ এক ধাপ এগিয়ে তিনি বলেছেন, ‘‘ধওয়ন, ঋষভের মতো ক্রিকেটার রয়েছে। এখনও পর্যন্ত ধওয়ন, ঋষভরা অসাধারণ খেলেছে। ওদের থেকে আজ সানরাইজার্সের বিরুদ্ধে সেরা ক্রিকেট চাই আমি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন