বুমরা-বন্দনায় বিরাট

ভারত অধিনায়ক বিরাট বললেন, ‘‘ওর মতো জাত বোলারকে পাওয়া যে কোনও দলে সৌভাগ্য।’’ আর ‘ভাগ্যবান’ অধিনায়ক রোহিত শর্মার মন্তব্য, ‘‘বুমরাকে এখন পরিণত বললেও কম বলা হয়।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০৫:৪৫
Share:

যশপ্রীত বুমরার দুরন্ত বোলিংয়ের জয়গান গাইলেন বিরাট কোহালি। ছবি এএফপি।

বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ রাতের ‘নো বল’ বিতর্কের রেশ কাটতেই শুরু হল যশপ্রীত বুমরার দুরন্ত বোলিংয়ের জয়গান। মুম্বই ইন্ডিয়ান্সকে নাটকীয় জয় এনে দেওয়া বুমরার বোলিংয়ে মুগ্ধ রোহিত শর্মা, বিরাট কোহালিরা।

Advertisement

ভারত অধিনায়ক বিরাট বললেন, ‘‘ওর মতো জাত বোলারকে পাওয়া যে কোনও দলে সৌভাগ্য।’’ আর ‘ভাগ্যবান’ অধিনায়ক রোহিত শর্মার মন্তব্য, ‘‘বুমরাকে এখন পরিণত বললেও কম বলা হয়।’’

বৃহস্পতিবার তাঁর প্রথম ওভারেই বুমরা পরপর তিন বলে তিনটি চার দিয়ে ফেলেন বিরাটকে। শুরুটা ভাল না হলেও দশ ওভার পরে বল হাতে ফিরে জ্বলে ওঠেন ২৫ বছর বয়সি পেসার। প্রথম ওভারে ১২ রান দিয়েছিলেন। শেষ তিন ওভারে মাত্র আট রান দেন ও তিনটি উইকেট নেন বুমরা। তাঁর দ্বিতীয় ওভারে তিন রান দিয়ে বিরাটকে ফেরান। তৃতীয় ওভারে মাত্র এক রান দেন ও শিমরন হেটমেয়ারকে আউট করেন। আর তাঁর শেষ ওভারে (ইনিংসের ১৯তম ওভার) মাত্র পাঁচ রান দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জয় থেকে বেশ কিছুটা দূরে সরিয়ে দেন বুমরা। বুমরার পারফরম্যান্সে মুগ্ধ আরসিবি অধিনায়ক বিরাট আরও বলেন, ‘‘সত্যি বলতে, ওরা যে ভাবে বোলিং করেছে, তা থেকে আমাদেরও শেখা উচিত। বিশেষ করে জস্সি (বুমরা)। ও বড় জাতের বোলার। জস্সি যদি (বিশ্বকাপে) এই ফর্ম ধরে রাখতে পারে, তা হলে তা ভারতের পক্ষে খুবই ভাল।’’ বুমরার প্রশংসা রোহিতের কথাতেও, ‘‘ও প্রতিদিন উন্নতি করছে। বুমরা নিজের কাজের সঙ্গে কখনও আপস করে না।’’

Advertisement

বৃহস্পতিবার একটা সময় এ বি ডি’ভিলিয়ার্সের সঙ্গে জুটি বেঁধে বোলারদের রীতিমতো শাসন করছিলেন বিরাট। ঠিক তখনই তাঁকে ফেরান বুমরা। বুমরা নিজে বলছেন, ‘‘যা আমার নিয়ন্ত্রণে, তা-ই করার চেষ্টা করি। নিজের উপর বিশ্বাসটা রাখি।’’

আজ আইপিএলে: কিংস ইলেভেন পঞ্জাব বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মোহালি, বিকেল ৪ টে)। সরাসরি স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement