IPL 2020

নজরে চার বিদেশি, ফের সূর্যোদয়ের খোঁজে হায়দরাবাদ

২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এ বার কি পারবে চ্যাম্পিয়ন হতে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৫:২১
Share:

হাতে কম টাকা নিয়ে নামছে সানরাইজার্স। —ফাইল চিত্র।

একবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ বার সূর্যোদয়ের খোঁজে হায়দরাবাদ।

Advertisement

স্কোয়াড: অভিষেক শর্মা, বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মণীশ পাণ্ডে, মহম্মদ নবি, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীবৎস গোস্বামী, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ, টি নটরাজন, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা।
স্লট ফাঁকা রয়েছে: সাতটি। পাঁচ জন ঘরোয়া ক্রিকেটার ও দু’ জন বিদেশি।
টাকা খরচ হয়েছে:৬৮ কোটি।
হাতে টাকা রয়েছে: ১৭কোটি।
নিলামে নজর কোন দিকে: বিদেশি অলরাউন্ডার, বিদেশি জোরে বোলার, ঘরোয়া অলরাউন্ডার এবং ব্যাটসম্যান।
কারা কারা সম্ভাব্য টার্গেট: ক্রিস মরিস, ফ্যাবিয়েন অ্যালেন, জিমি নিশাম, ইয়ইন মর্গ্যান। ঘরোয়া ক্রিকেটার— প্রিয়ম গর্গ, দীপক হুদা, রাহুল ত্রিপাঠী, রবিন উথাপ্পা, শাহরুখ খান, রোহন কদম, পবন দেশপান্ডে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন