IPL 2020

বাংলার শাহবাজের সৌজন্যে হেরেও প্লে অফে ব্যাঙ্গালোর

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলে অভিষেক ঘটে শাহবাজের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ১১:৫৮
Share:

দিল্লির বিরুদ্ধে উইকেট নিয়ে উচ্ছ্বাস শাহবাজের। ছবি: সোশ্যাল মিডিয়া

আইপিএলে দ্বিতীয় ম্যাচেই নজর কাড়লেন বাংলার তরুণ বাঁহাতি স্পিনার শাহবাজ আহমেদ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিলেন ২ উইকেট। অভিজ্ঞ শিখর ধওয়ন এবং দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ফেরান তিনি। যদিও দলের জয় নিশ্চিত হয়নি তাতেও। তবে তাঁর নেওয়া দুই উইকেটের সৌজন্যে মাত্র ৬ বল বাকি থাকতে ম্যাচ হারতে হয় ব্যাঙ্গালোরকে। আরও বড় ব্যবধানে হারলে অনিশ্চিত হতে পারত প্লে অফের সুযোগ।

Advertisement

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলে অভিষেক ঘটে শাহবাজের। ২ ওভারে ১৮ রান দিয়ে বসেন তিনি। ৭ উইকেটে দল জিতলেও তাঁকে দিয়ে পুরো ওভার করানোর ঝুঁকি নেননি ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহালি। ভেবেছিলেন হয়তো আর সুযোগই পাবেননা এ বারের টুর্নামেন্টে। কিন্তু দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে দলে নেন কোহালি। স্লো পিচে শাহবাজের বাঁহাতি স্পিন কাজে লাগাতে চেয়েছিলেন দিল্লি ব্যাটসম্যানদের বিরুদ্ধে। অধিনায়কের সেই ভরসার মর্যাদা দিতে পেরেছেন বাংলার স্পিনার।

২০১৮ সালে বাংলার হয়ে প্রথম খেলতে নামেন শাহবাজ। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে সেই ম্যাচে একটি উইকেটও পান তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও অবধি ১৩টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি স্পিনার। নিয়েছেন ৩৭টি উইকেট। ব্যাট হাতেও বেশ কার্যকরী তিনি। লিস্ট এ ক্রিকেটে রয়েছে শতরানও। ব্যাট হাতে প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন ৫৫৯ রান, গড় ৩২.৮৮। দিল্লির বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স সুযোগ এনে দিতে পারে প্লে অফেও। এ বারের আইপিএলে ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামিদের পাশে আরও এক বাংলার খেলোয়াড় নজর কাড়তে পারে কি না, সেই দিকেই তাকিয়ে বাংলার ক্রিকেটমহল।

Advertisement

আরও পড়ুন: তলোয়ারচালনা থেকে গুলি, বিয়ের অনুষ্ঠান বিতর্কিত হলেও জাডেজা-রীবার দাম্পত্য মসৃণ

আরও পড়ুন: প্লে-অফের সুযোগের অপেক্ষায় ফিট রাসেল​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন