IPL 2020

মরসুমের মাঝপথে নেতৃত্ব বদল স্বস্তির নয়, বলছেন ইরফান

কলকাতা প্লে-অফের রাস্তা থেকে সরে যাবে না তো, আশঙ্কা প্রকাশ করলেন ইরফান পাঠান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ১৮:০৬
Share:

কলকাতার নেতৃত্ব থেকে কার্তিকের সরে যাওয়া নিয়ে টুইট করলেন ইরফান পাঠান। —ফাইল চিত্র।

মরসুমের মাঝপথে নেতৃত্ব বদলের প্রভাব যেন কলকাতা নাইট রাইডার্স দলে না পড়ে, আশাবাদী থাকতে চাইছেন ইরফান পাঠান

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআরে ঘটেছে নেতৃত্বে বদল। ফ্র্যাঞ্চাইজির দাবি, দীনেশ কার্তিক ‘স্বেচ্ছায়’ নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন অইন মর্গ্যানকে। যদিও ক্রিকেটমহল মনে করছে ব্যর্থতার দায় নিয়ে কার্তিককে সরে যেতে বাধ্য করা হয়েছে।

এই আবহেই টুইট করেছেন জাতীয় দলে একদা কার্তিকের সতীর্থ ইরফান। প্রাক্তন অলরাউন্ডারের মতে, ‘মরসুমের মাঝপথে পরিবর্তন দলের সদস্যদের কাছে কখনই স্বস্তির পরিবেশ আনে না। আশা করছি, কেকেআর বিপথগামী হয়ে পড়বে না। ওরা প্লে-অফের দৌড়ে দারুণ ভাবে রয়েছে’! অর্থাৎ, কলকাতা প্লে-অফের রাস্তা থেকে সরে যাবে না তো, আশঙ্কাই প্রকাশ করেছেন ইরফান।

Advertisement

আরও পড়ুন: হারলে কে দায় নিত? গেল-রাহুলদের তীব্র আক্রমণ সহবাগের​

আরও পড়ুন: ছাঁটাই কার্তিক, কলকাতার অধিনায়ক এখন অইন মর্গ্যান​

এর আগেও মরসুমের মাঝপথে নেতাকে ছাঁটাইয়ের উদাহরণ রয়েছে আইপিএলে। ২০১৮ সালে যেমন দিল্লির অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল গৌতম গম্ভীরের হাত থেকে। রিকি পন্টিংকেও ২০১৩ সালে সরিয়ে দিয়ে মরসুমের মাঝপথে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ঘোষিত হয়েছিলেন রোহিত শর্মা। তবে সব সময় যে মাঝপথে নেতৃত্বে বদল ঘটলে পারফরম্যান্স খারাপ হয়, এমন মোটেই নয়। ২০১৩ সালে যেমন চ্যাম্পিয়ন হয়েছিল রোহিতের মুম্বই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন