Cricket

পার্থিবকে কটাক্ষ করে জোন্সের টুইট, পাল্টা দিলেন উইকেটকিপারও

পার্থিব পটেলের উচ্চতা নিয়ে কটাক্ষ করলেন ডিন জোন্স। পাল্টা দিলেন আরসিবি-র উইকেট কিপারও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৪
Share:

পার্থিব পটেল। ফাইল চিত্র।

কলকাতায় অনুষ্ঠিত নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছ’ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে। তাঁদের মধ্যে তিন জনই অস্ট্রেলিয়ান। ৪.৪০ কোটি টাকা খরচ করে অ্যারন ফিঞ্চকে নিয়েছে আরসিবি।

Advertisement

নিলামের পরে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স কটাক্ষ করে পার্থিব পটেলকে টুইট করেন, ‘তুমি খুবই ভাগ্যবান। এ বার অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেন করতে নামবে। তোমার জীবন অনেক সহজ হয়ে উঠবে। অ্যারন ফিঞ্চ তোমার থেকে অনেকটাই লম্বা। বেশিরভাগ ক্রিকেটারই অবশ্য তোমার থেকে লম্বা।’

জোন্সকে পাল্টা জবাব দিতে সময় খরচ করেননি আরসিবি-র উইকেট কিপার, ‘অ্যারন ফিঞ্চ ব্রিলিয়ান্ট। তোমার মতো অবশ্য নয়। অস্ট্রেলিয়াতেই বেশি সময় ও থেকেছে। থ্যাঙ্ক গড, ক্রিসমাসের সময়ে তুমি অন্তত দেশে যাবে। মেরি ক্রিসমাস।’

Advertisement

পার্থিবের জবাব শুনে জোন্স বলেন, ‘তোমার সঙ্গে দ্রুত কথা হবে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement