Cricket

হোটেলে নিভৃতবাসেই ট্রেনিং শুরু কোহালির

কোহালির নেতৃত্বে এখনও আইপিএল জেতেনি দল। তবে এ বার মরিয়া আরসিবি অধিনায়ক। দিন কয়েক আগে ভিডিয়ো বার্তায় কোহালি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মাঠে ফিরতে কতটা মুখিয়ে আছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ০৫:২৮
Share:

কোহালির ফিটনেস চর্চা। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ভারতীয় ক্রিকেটে ফিটনেস বিপ্লব এসেছে তাঁর হাত ধরেই। দুবাই পৌঁছে নিভৃতবাসের মধ্যেও অক্লান্ত পরিশ্রম করতে দেখা গেল বিরাট কোহালিকে। হোটেলের ব্যালকনিতে সমুদ্র-দর্শনের সঙ্গেই চলছে তাঁর ট্রেনিং। তাদের ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Advertisement

কোহালির নেতৃত্বে এখনও আইপিএল জেতেনি দল। তবে এ বার মরিয়া আরসিবি অধিনায়ক। দিন কয়েক আগে ভিডিয়ো বার্তায় কোহালি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মাঠে ফিরতে কতটা মুখিয়ে আছেন তিনি। বুধবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের মাধ্যমে আরসিবি ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসনও জানিয়েছেন, তাঁরা কোনও ভাবে এই সুযোগ হাতছাড়া করতে চান না। দলের সব চেয়ে বড় সমস্যা ছিল তাদের ‘ডেথ বোলিং’। তাই নিলামে ক্রিস মরিস ও ইসুরু উদানাকে নেওয়ার উপরে জোর দেওয়া হয়েছে। যাতে শেষের ওভারগুলোতে রান আটকানো যায়।

বোলিং বিভাগ নিয়ে আলোচনায় ব্যস্ত কেকেআর শিবিরও। বোলিং কোচ কাইল মিলস জানিয়েছেন, দলে ব্যাটিংয়ের পাশাপাশি শক্তিশালী বোলিং বিভাগও। মিলস বলেছেন, ‘‘বোলিং বিভাগে আমার সম্পূর্ণ আস্থা আছে। ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠার পাশাপাশি শুধুমাত্র বোলার হিসেবেও খেলানো যায় আন্দ্রে রাসেলকে।’’ মিলস মানছেন, অইন মর্গ্যান আসায় সুবিধা হবে অধিনায়ক দীনেশ কার্তিকেরও। আজ বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে আবু ধাবির আল-ফোরসান আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন শুরু করার কথা কলকাতা নাইট রাইডার্সের।

Advertisement

Welcome to Captain Kohli’s b̶a̶l̶c̶o̶n̶y̶ gym. Seize the day! #PlayBold #BoldIsFit #WeAreChallengers

A post shared by Royal Challengers Bangalore (@royalchallengersbangalore) on

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন