IPL 2021

ছোটর পরে এবার বড়, কামিন্সের পরে সাহায্যের ঝুলি নিয়ে হাজির ব্রেট লি

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ২৩:৩৯
Share:

ব্রেট লি। ছবি সংগৃহীত।

ছোটর পদাঙ্ক অনুসরণ করলেন বড়। করোনা আক্রান্তদের জন্য যাতে ভারতের হাসপাতালগুলি অক্সিজেন কিনতে পারে, ৫০ হাজার ডলার (প্রায় ৩৮ লক্ষ টাকা) দিয়েছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার এই জোরে বোলারের দেখানো পথে হাঁটলেন ব্রেট লি। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন জোরে বোলার ১ বিটকয়েন দিলেন। ভারতীয় মুদ্রায় এর দাম ৪০ লক্ষ ৯৫ হাজার ৯৯১ টাকা।

Advertisement

টুইটারে এই অনুদানের কথা জানিয়ে লি লেখেন, ‘ভারত সবসময়ই আমার দ্বিতীয় বাড়ি। খেলার সময় এবং খেলা ছাড়ার পরেও এই দেশের মানুষের কাছ থেকে যে ভালবাসা আমি পেয়েছি, সেটা সব সময় আমার হৃদয়ে থাকবে। এই অতিমারির সময়ে মানুষ যেভাবে কষ্ট পাচ্ছেন, তাতে আমি মর্মাহত। এখন আমাদের একজোট হতে হবে। যতটা সম্ভব মানুষের পাশে থাকতে হবে’।

কামিন্সকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘গতকাল তুমি অসাধারণ উদ্যোগ নিয়েছো’।

Advertisement

সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, ‘দয়া করে সবাই নিয়মিত হাত পরিষ্কার করুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement