IPL 2021

IPL 2021: লক্ষ্য আইপিএল জয়, দলবল নিয়ে পৌঁছে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি

ধোনির চেন্নাই সুপার কিংসের সঙ্গে এ দিন মুম্বই ইন্ডিয়ান্সের কয়েক জন ক্রিকেটার দুবাই উড়ে যান। ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচেই মুখোমুখি হবেন ধোনি ও রোহিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৮:২৫
Share:

দুবাইয়ের বিমান ধরার আগে ধোনির করোনা পরীক্ষা। ছবি - টুইটার

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের আইপিএল। তার আগে শুক্রবার সুরেশ রায়না, অম্বাতি রায়াডুদের নিয়ে সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। বোঝাই যাচ্ছে যে অনেক মাস পরে বাইশ গজে নামার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ‘ক্যাপ্টেন কুল।’

Advertisement

ভাইরাস হানার জন্য গত ৪ মে আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। কোভিডের দাপট পুরোপুরি না কমলেও দ্বিতীয় পর্ব আয়োজন করতে বদ্ধপরিকর বোর্ড।

Advertisement

ধোনির চেন্নাই সুপার কিংসের সঙ্গে এ দিন মুম্বই ইন্ডিয়ান্সের কয়েক জন ক্রিকেটার দুবাই উড়ে যান। গত মাসেই আইপিএল-এর দ্বিতীয় পর্বের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। প্লে অফ মিলিয়ে ২৭ দিনে মোট ৩১টি ম্যাচ হবে। ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএল ফাইনাল আয়োজিত হবে ১৫ অক্টোবর। এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। সাত ম্যাচে ১০ করে পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চার পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন