Sreyash Iyer

শ্রেয়স আইয়ারের অস্ত্রোপচার ৮ এপ্রিল, সেপ্টেম্বর পর্যন্ত মাঠের বাইরে

এখন শোনা যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা খুবই কম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২১ ১৬:৫৮
Share:

চোটে জর্জরিত শ্রেয়স আইয়ার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম। ফাইল চিত্র

শ্রেয়স আইয়ারের অস্ত্রোপচার হবে ৮ এপ্রিল। অস্ত্রোপচারের পর ৫ মাস পুনর্বাসনে থাকতে হবে তাঁকে। অর্থাৎ সেপ্টেম্বরের আগে তাঁকে পাওয়া যাবে না। একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

Advertisement

বাঁ কাঁধের চোটের জন্য এই মিডল অর্ডার ব্যাটসম্যান যে আইপিএল খেলতে পারবেন না, সেটা আগেই বোঝা গিয়েছিল। এখন শোনা যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা খুবই কম।

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে বাঁ- কাঁধে চোট পান শ্রেয়স। এরপর খানিকক্ষণ মাঠে থাকলেও ব্যথা সহ্য করতে না পারায় উঠে যেতে হয় তাঁকে। এরপর আর নামতে পারেননি। আসন্ন আইপিএল এবং তারপরেও তাঁকে পাওয়া যাবে না। তাই ঋষভ পন্থকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে শুধু আইপিএল নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজও তাঁর খেলার সম্ভাবনা নেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন