IPL

এক নজরে চেন্নাই সুপার কিংস: আগের দলের ১৮ জন এ বারও রয়েছেন

নিলামে ৫জন ভারতীয় ও একজন বিদেশি ক্রিকেটারকে দলে নিয়ে কোটা পূর্ণ করে সিএসকে শিবির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ১৭:৫৪
Share:

দলে একাধিক তারকা থাকলেও সবার চোখ সেই মহেন্দ্র সিংহ ধোনির দিকে। ফাইল চিত্র

আগামী ১০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস। দলে খুব বেশি বদল করেননি মহেন্দ্র সিংহ ধোনিরা। পুরনো দলের ১৮ জন ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে। ট্রেড উইন্ডো দিয়ে চেন্নাই দলে নিয়েছে একজন ক্রিকেটারকে। ২৫ জনের দল পূর্ণ করতে তাদের দরকার ছিল ৬ জন ক্রিকেটার। নিলামে ৫জন ভারতীয় ও একজন বিদেশি ক্রিকেটারকে দলে নিয়ে কোটা পূর্ণ করে সিএসকে শিবির।

Advertisement

এ বার আইপিএল নিলামে চেন্নাই সবথেকে বেশি ৯ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে কৃষ্ণাপ্পা গৌতমকে। তবে ধোনির দলে নেওয়া সবথেকে উল্লেখযোগ্য ভারতীয় ক্রিকেটার হলেন চেতেশ্বর পূজারা। একমাত্র বিদেশি হিসেবে নিলাম থেকে চেন্নাইয়ে যোগ দিয়েছেন মইন আলি।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন