Sunrisers Hyderabad

মনঃ সংযোগের অভাবেই হারতে হয়েছে প্রথম তিন ম্যাচ, জানিয়ে দিলেন জনি বেয়ারস্টো

১২০ রান তাড়া করতে নেমে ৫৬ বলে ৬৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বেয়ারস্টো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ২৩:৫৩
Share:

জনি বেয়ারস্টো টুইটার

পরপর তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ে ফিরল সানরাইজার্স হায়দরবাদ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পাওয়ার পর দলের প্রথম তিন ম্যাচে হার নিয়ে মুখ খুললেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

Advertisement

তিনি বলেন, ‘‘আইপিএল-এ আমরা ভাল শুরু করতে পারিনি। কখনো কখনো অমনোযোগী হয়ে যাওয়ায় হারতে হয়েছে আমাদের। কাছে এসেও দলকে জেতাতে পারিনি। তবে এবার দলকে জিতিয়ে ফিরতে পেরে ভাল লাগছে।’’

১২০ রান তাড়া করতে নেমে ৫৬ বলে ৬৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বেয়ারস্টো। লক্ষ্য ছোট হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সবসময় কঠিন মেনে নিয়ে বেয়ারস্টো বলেন, ‘‘দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দিনে দিনে প্রত্যেক দলের কাছেই কঠিন হয়ে উঠছে। আমরা প্রথম ছয় ওভারের পাওয়ার প্লে কে কাজে লাগাতে চেয়েছিলাম। প্রথম ছয় ওভারে আমরা ৫০ রান তুলে নিই। এরপর আমাদের লক্ষ্যে পৌঁছতে সমস্যা হয়নি। এ মরসুমে প্রথমবার জয় পাওয়ায় খুশি আমি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন