Rahul Tripathi

IPL 2021: ছয় মেরে কলকাতাকে ফাইনালে তুলে তৃপ্ত রাহুল ত্রিপাঠি

ওভারের চতুর্থ বলে ছয় মেরে নাইটদের জেতান রাহুল ত্রিপাঠি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ০০:৫৩
Share:

রাহুল ত্রিপাঠি টুইটার

একটা সময় মাত্র ১৭ রানে ছয় উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে বল করতে এসে পরপর দুই বলে শাকিব আল হাসান ও সুনীল নারাইনকে আউট করে কেকেআর-এর উপর চাপ আরও বাড়িয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। শেষ দুই বলে দরকার ছিল ছয় রান। ওভারের পঞ্চম বলে ছয় মেরে নাইটদের জেতান রাহুল ত্রিপাঠি

কঠিন পরিস্থিতির মধ্যেও দলকে জেতাতে পেরে তৃপ্ত রাহুল। তিনি বলেন, ‘‘দারুণ লাগছে। দলের জয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ভাবিনি ১৩৬ রান তাড়া করতে গিয়ে এত বেগ পেতে হবে। ১৮তম ওভারে কাগিসো রাবাডা দারুণ বল করে দিল্লিকে ম্যাচে ফিরিয়েছে।’’

Advertisement

শেষ ওভারে নেমেই ছয় মারতে গিয়ে আউট হন নারাইন। তবে নিজে ছয় মেরে দলকে জেতান রাহুল। তিনি বলেন, ‘‘এই উইকেটে নেমেই চার, ছয় মারা সহজ নয়। মাঝেমাঝেই বল নীচু হয়ে যাচ্ছে। শেষ ছয়টা মারতে পেরে দারুণ লাগছে। যদি ছয় মারার মত বল নাও পেতাম তবে ডিপে ঠেলে দুই রান নেওয়ার চেষ্টা করতাম। লকি ফার্গুসনকেও আমি এটাই বলেছিলাম। দুই রান নিতে না পারলে দৌড়তাম না।’’

প্রথম পর্বে ভাল খেলতে না পারলেও দ্বিতীয় পর্বে দারুণ ভাবে লড়াইয়ে ফিরে এসেছে কেকেআর। শুধু লড়াইয়ে ফেরাই নয় ফাইনালে উঠে গিয়েছে তারা। ইতিবাচক মানসিকাই বদলে দিয়েছে তাঁদের দলকে। এমনটাই জানালেন ত্রিপাঠি। তিনি বলেন, ‘‘প্রথম পর্বে আমরা ভাল খেলতে পারিনি। তবে ইতিবাচক ছিলাম। সেই কারণেই সাফল্য এসেছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন