rishabh pant

রহাণে, অশ্বিন, ধওয়নদের পরামর্শ ছাড়া একেবারেই এগোচ্ছেন না পন্থ

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রবিবার প্রথম ম্যাচে খেলতে নামার আগে দল নিয়ে আশাবাদী দলের প্রধান প্রশিক্ষক রিকি পন্টিং

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ২০:২৫
Share:

ঋষভ পন্থ ছবি টুইটার

দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক ঋষভ পন্থ। নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা একেবারেই নেই। তাই সিনিয়র যাঁরা, সেই অজিঙ্ক রহাণে, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধওয়নদের পরামর্শ মেনেই রণকৌশল ঠিক করছেন তিনি। শ্রেয়স আইয়ার চোট পেয়ে আইপিএলের বাইরে চলে যাওয়ার পর অধিনায়কত্বের দায়িত্ব পান ঋষভ।

Advertisement

তিনি বলেন, ‘‘আমি প্রথমবার আইপিএলে অধিনায়ক হিসেবে খেলতে নামছি, এমনটা ভাবছি না। আমরা আমাদের ১০০ শতাংশ দেব। রিকি পন্টিং, বোলিং প্রশিক্ষক জেমস হোপসের পাশাপাশি শিখর ধওয়ন, অজিঙ্ক রহাণে, রবিচন্দ্রন অশ্বিনদের পরামর্শ নিচ্ছি রণকৌশল ঠিক করার ক্ষেত্রে।’’

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রবিবার প্রথম ম্যাচে খেলতে নামার আগে দল নিয়ে আশাবাদী দলের প্রধান প্রশিক্ষক রিকি পন্টিংও। তিনি বলেন, ‘‘আমাদের দলে কিছু পরিবর্তন এসেছে। তবে দল হিসেবে আমরা আরও ভাল খেলব। চেন্নাইয়ের বিরুদ্ধে আমাদের প্রথম ম্যাচ। এই ম্যাচে আমাদের ভাল খেলতে হবে এবং জিততে হবে।’’

Advertisement

গত মরসুমে সুরেশ রায়না না থাকায় সমস্যায় পড়তে হয়েছিল চেন্নাইকে, এমনটাই মত পন্টিংয়ের। তিনি বলেন, ‘‘চেন্নাই আইপিএলে অন্যতম সফল দল। ওদের দলে নেতৃত্ব দেওয়ার মতো বেশ কয়েকজন ভাল ক্রিকেটার রয়েছে। তবে গত মরসুমে রায়না না থাকায় সমস্যায় পড়েছিল চেন্নাই। এবার ও ফিরে এসেছে। ফলে ওদের দল শক্তিশালী হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন