Robin Uthappa

‘বন্ধু’ এমএস ধোনির সঙ্গে খেলার জন্য মুখিয়ে রবিন উথাপ্পা, দেখুন ভিডিয়ো

মাহিকে ধন্যবাদ জানালেন রবিন উথাপ্পা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ২৩:২৪
Share:

পুরানো সেই জুটি আবার ফিরছে। ফাইল চিত্র

গত আইপিএলে রাজস্থান রয়্যালসে খেললেও প্রভাব ফেলতে পারেননি। ১২ ম্যাচে মাত্র ১৯৬ রান করেছিলেন এই ডানহাতি ওপেনার। তবুও তাঁকে এ বার দলে নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। আর তাই পুরনো বন্ধুর চেন্নাই সুপার কিংসে ফিরেই মাহিকে ধন্যবাদ জানালেন রবিন উথাপ্পা। একই সঙ্গে ‘হলুদ বাহিনী’র সমর্থকদের কাছ থেকেও সমর্থন চাইলেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন।

Advertisement

চেন্নাই সুপার কিংসের তরফ থেকে টুইটারে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে উথাপ্পা বলছেন, “ধোনি আমার অনেক পুরনো বন্ধু। ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানানোর আগে ওর সঙ্গে একবার খেলতে চেয়েছিলাম। সেই স্বপ্ন পুরণ হচ্ছে। এছাড়া সুরেশ রায়না ও অম্বাতি রায়াডু আমার সাথে খেলা শুরু করেছিল। ওদের সাথেও অনেকদিন পরে আবার দেখা হবে। আর আমাদের হয়ে গলা ফাটানোর জন্য মুখিয়ে আছেন একাধিক সমর্থক। তাই সবার সাথে দেখা হওয়ার অপেক্ষায় রয়েছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement